Mamata Banerjee: 'পার্থ জেলে, কেষ্ট জেলে, বালু জেলে, মানিক জেলে, আপনারা কোথায় থাকবেন?' ক্ষুব্ধ মমতা

মুখ্যমন্ত্রীর কথায়, 'আমাদের লোকেরা সবাই চোর। দুর্নীতি দেখাচ্ছে। কিছু টিভি চ্যানের সন্ধে হলেও বলে যাচ্ছে। আর শিখিয়ে, টাকা দিয়ে তাঁদের বলা হচ্ছে বলো চোর। তৃণমূলকে চোর না বললে ইডি তাঁদেরকেই রেইড করবে। সিবিআই তাঁদের রেইড করবে। আজকে খুব হাসছেন। আমাদের অনেকেই জেলে। পার্থ জেলে, কেষ্ট জেলে। আরও অনেকেই জেলে। মানিক জেলে, বালু জেলে। এটাই চলবে। আগামীদিন যখন আপনারা চেয়ারে থাকবেন না, তখন আপনারা কোথায় থাকবেন, সেলে নাকি কোলে। নাকি কোলবালিশ হয়ে ঘুরবেন। এখন সিপিএম আর বিজেপি কোলবালিশ হয়ে ঘুরছে।'

Advertisement
'পার্থ জেলে, কেষ্ট জেলে, বালু জেলে, মানিক জেলে, আপনারা কোথায় থাকবেন?' ক্ষুব্ধ মমতামমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • মুখ্যমন্ত্রীর কথায়, 'আমাদের লোকেরা সবাই চোর। দুর্নীতি দেখাচ্ছে। কিছু টিভি চ্যানেল সন্ধে হলেও বসে যাচ্ছে।
  • আর শিখিয়ে, টাকা দিয়ে তাঁদের বলা হচ্ছে বলো চোর। তৃণমূলকে চোর না বললে ইডি তাঁদেরকেই রেইড করবে।

বিজেপির বিরুদ্ধে শুরু থেকেই তোপ দাগা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আমাদের লোকেরা সবাই চোর। দুর্নীতি দেখাচ্ছে। কিছু টিভি চ্যানের সন্ধে হলেও বলে যাচ্ছে। আর শিখিয়ে, টাকা দিয়ে তাঁদের বলা হচ্ছে বলো চোর।'  
বুধবার দু’দিনের শিল্প সম্মেলন শেষ হওয়ার পর আজ, অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

মূলত কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়া-সহ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করে তৃণমূল কংগ্রেস কীভাবে ফের আন্দোলনে নামছে, তার গতিপ্রকৃতি এদিনের বৈঠক থেকেই ঠিক করে দিলেন মমতা। বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকার পাশাপাশি দলের সমস্ত সংসদ বিধায়ক, সর্বস্তরের রাজ্য শীর্ষ নেতৃত্ব, শাখা সংগঠনের শীর্ষ নেতা-নেত্রী, মুখপাত্রদেরও হাজির রয়েছেন। 

মুখ্যমন্ত্রীর কথায়, 'আমাদের লোকেরা সবাই চোর। দুর্নীতি দেখাচ্ছে। কিছু টিভি চ্যানেল সন্ধে হলেও বসে যাচ্ছে। আর শিখিয়ে, টাকা দিয়ে তাঁদের বলা হচ্ছে বলো চোর। তৃণমূলকে চোর না বললে ইডি তাঁদেরকেই রেইড করবে। সিবিআই তাঁদের রেইড করবে। আজকে খুব হাসছেন। আমাদের অনেকেই জেলে। পার্থ জেলে, কেষ্ট জেলে। আরও অনেকেই জেলে। মানিক জেলে, বালু জেলে। এটাই চলবে। আগামীদিন যখন আপনারা চেয়ারে থাকবেন না, তখন আপনারা কোথায় থাকবেন, সেলে নাকি কোলে। নাকি কোলবালিশ হয়ে ঘুরবেন। এখন সিপিএম আর বিজেপি কোলবালিশ হয়ে ঘুরছে।'

সেইসঙ্গে মমতা বলেন, 'বাইরে নেতারা বলছে, অমুকদিন ওঁর বাড়িতে যাবে। চলে গেল, লুঠ করে নিয়ে চলে এল সবকিছু। সিজারলিস্টও দিল না। এভাবেই চমকে ধমকে আন্ডারগান করে রেখেছে। এই সরকার যত তাড়াতাড়ি যায়, ততই মঙ্গল।' 

 

POST A COMMENT
Advertisement