Mamata Banerjee: 'অক্সফোর্ডে বাম-রাম গিয়ে প্রশ্ন করেছিল আপনি হিন্দু? আমি বললাম...'

রেড রোডে ঈদের অনুষ্ঠানে ব্রিটেনের প্রসঙ্গ তুললেন মমতা। সম্প্রতি অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণের সময় শ্রোতাদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। পরে জানা যায় তারা SFI UK নামের এক বাম ছাত্র সংগঠনের সদস্য।

Advertisement
'অক্সফোর্ডে বাম-রাম গিয়ে প্রশ্ন করেছিল আপনি হিন্দু? আমি বললাম...'রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রেড রোডে ঈদের(Eid 2025) অনুষ্ঠানে ব্রিটেনের প্রসঙ্গ তুললেন মমতা(Mamata Banerjee)। সম্প্রতি অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণের সময় শ্রোতাদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। পরে জানা যায় তাঁরা SFI UK নামের এক বাম ছাত্র সংগঠনের সদস্য। তাঁদের সঙ্গে বাংলার বামেদেরও যোগ ছিল বলে দাবি ওঠে। সেই বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, 'বাম-রাম মিলে কলকাতা থেকে টিকিট কেটে গিয়েছিল। আমাকে প্রশ্ন করল আর ইউ হিন্দু? সগর্বে বললাম আমি হিন্দু, আমি মুসলমান, আমি শিখ, আমি খ্রিষ্টান, আমি ভারতীয়, হোয়াট ক্যান ইউ ডু?' 

পড়ুন: Mamata Banerjee: 'ওদের দাঙ্গার প্ল্যানে পা দেবেন না, পাশে দিদি আছে' মুসলিম সমাজকে বার্তা মমতার

মুখ্যমন্ত্রীর কথা শেষ হতেই হাততালির ঝড় ওঠে রেড রোড চত্বরে। মুখ্যমন্ত্রী আরও বলেন, 'এরা ডিভাইড অ্যান্ড রুল চায়। আমি চাই না। আমি দেশের জন্য জীবন উৎসর্গ করেছি। এর পাশাপাশি সমস্ত ধর্ম, জাতি, পরিবার, সম্প্রদায়ের জন্যও আমি নিবেদিত। আপনারা ভাল থাকলেই আমি ভাল থাকব।'

মুখ্যমন্ত্রী কোনওরকম প্ররোচনায় পা না দেওয়ার বিষয়েও সাবধান করে দেন। তিনি বলেন, 'একটা কথা মাথায় রাখবেন, দিদি আপনার পাশে আছে... খারাপ লাগলে তা হৃদয়ে রাখুন, সময় মতো জবাব দেওয়া হবে। কিন্তু তাদের টাচ করবেন না, টাচ করা হলে তাদের গুরুত্ব দেওয়া হয়ে যাবে।'

পড়ুন: অক্সফোর্ডে মমতাকে আরজি কর-বিক্ষোভ, ঠিক হল? অনিকেত যা বললেন...

গত কয়েক মাস ধরেই বিভিন্ন সময়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব হয়েছে বিজেপি। তার পাল্টা খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'ওরা বলে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি কর, আমি বলি তুমি উত্তরপ্রদেশ এবং মণিপুরে কী করেছ?' 

POST A COMMENT
Advertisement