সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আবারও মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রেড রোডের ধর্নামঞ্চ থেকে তিনি বলেন, সরকারি কর্মচারীদের বছরে ৪ শতাংশ করে ডিএ দিয়ে দেওয়া হয়। পঞ্চম বেতন কমিশন তৈরি করেছি আলাদা করে। সেই টাকাও পায়। বাংলা একমাত্র রাজ্য যেখানে স্বাস্থ্য স্কিমে সরকারি কর্মচারীরা ফ্রি-তে চিকিৎসা পায়। আর বাংলায় একমাত্র রাজ্য যারা সরকারি কর্মচারীদের পেনশন দেয়। সেটা নিয়ে বলে না।'
সরকারি কর্মচারীদের প্রসঙ্গ ছাড়াও আজ ধর্নামঞ্চ থেকে একযোগে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে আক্রমণ করেছেন মমতা। নাম না করে নিশানা করেন রাহুল গান্ধীকেও। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এবং বকেয়া টাকা আদায়ের জন্য শুক্রবার থেকে রেড রোডে ৪৮ ঘণ্টার জন্য ধর্নায় বসেছেন মমতা। শনিবার পর্যন্ত এই ধর্না চলবে।
মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্য নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ বলেন, 'আমাদের কাছে পরিসংখ্যান রাখা আছে, দরকারে ওনার কাছে দিয়ে আমরা দিয়ে আসব। ভারতের অন্তত ১৫টা রাজ্য ৪৬ শতাংশ হারে ডিএ দেয়। পশ্চিমবঙ্গেই মাত্র ১০ শতাংশ ডিএ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মুখ খুললেই মিথ্যাচার করেন। এটাই এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। আমরা যে দাবিটা করছি সেটাতে যদি ওনার আপত্তি থাকে তাহলে আমাদের সামনাসামনি এসে বলুন না। উনি এসে বলুন যে আমরা সব মিটিয়ে দিয়েছি, কোনও কিছু বাকি নেই। একজন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী যখন মিথ্যাচারের সীমাতে থাকেন, তখন তাঁর অবস্থা যেমন হয়, তেমন পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়েরও।'
এদিকে, কাল থেকে মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চের অদূরেই পাল্টা অবস্থান বিক্ষোভে বসতে চান ডিএ আন্দোলনকারীরা। ধর্নায় বসার অনুমতি চেয়ে ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সেনাকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কাল ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে ও ৪ ফেব্রুয়ারি সন্ধে ৬টা পর্যন্ত রবিবার অবস্থান বিক্ষোভের করার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। কর্মসূচির বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, 'মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বলছেন কেন্দ্র বঞ্চনা করছে, আমরাও তো বঞ্চিত। তাই উনি যখন রাস্তায় আন্দোলন করছেন, আমরাও সেখানেই তাঁর সঙ্গে কথা বলতে সরাসরি সমস্যার সমাধান চাই। ১৪ দিন ধরে অনশন চলছে, তারপরও তিনি নীরব। সেনার অবুমতি মিললেই আমরা অবস্থান বিক্ষোভে বসব মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চের উল্টোদিকে। পুলিশ কী পদক্ষেপ নেবে সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না।'