আদ্যাপীঠ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তুললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মায়ের প্রসঙ্গ। মঙ্গলবার সাড়ে তিনটে নাগাদ আদ্যাপীঠে যান মুখ্যমন্ত্রী। তাঁর আগমন ঘিরে সকাল থেকেই সাজ সাজ রব ছিল আদ্যাপীঠ মন্দিরে। আরতি করেন নিজের হাতে। তারপর বক্তব্য রাখেন।
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,'আজ আমি আদ্যাপীঠে এসেছি, আমি বাড়িতে রোজই আদ্যাস্তপ পাঠ করি। প্রতিদিন সকালে দেবতাদের পুজো করি। সকালে ঘুম থেকে উঠে আমার একটা সিংহাসন আছে। সেখানে আমার ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মায়েরা আছে। পিতৃদেবতা আছে, মাতৃদেবতাও আছে। আর আমার সঙ্গে সকালে ফুল তুলতে যায় লতা। আমার সঙ্গে ও থাকে। ও ফুলগুলো তুলে আনে। সেই ফুলগুলো তুলে এনে আমরা দুজনে ফুলগুলো ঠাকুরগুলোকে দিয়ে দিই।'
এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'লতার পরিচয়টা দিয়ে দিই। ও আমার ভাইয়ের বউ। অভিষেকের মা। আমি যখন কোনও ধর্মকার্যে যায় তখনই লতাকে নিয়ে যায়। কারণ, আমার মনে হয় এসব ক্ষেত্রে একজন মহিলা সঙ্গে থাকা ভালো।'
রেলমন্ত্রী থাকাকালীন আদ্যাপীঠে সস্তার সুতির শাড়ি মায়ের হাত দিয়ে পাঠিয়েছিলেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দামি শাড়ি পরানো হবে বলে প্রথমে সেই শাড়ি নিতে চাননি পুরোহিতরা। কিন্তু সে দিন আর কোনও শাড়ি না আসায় তাঁর পাঠানো সেই শাড়িই পরানো হয়েছিল দেবীকে।
যদিও এই ঘটনা নিয়ে যেন রাজনীতি করা না হয় তার আবেদনও করেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমার মনে কাঁটা দেয় এই ঘটনা। অনেক সময় বিশ্বাস করি। আবার করি না। মাকে ভালবাসি অন্তর থেকে। রাজনীতির প্রয়োজন নেই।’