দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে সৈকত শহরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘাতে থাকলেও অক্ষয় তৃতীয়ায় কলকাতার বড়বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর ঘটনায় রাতভর উদ্ধারকাজে তদারকি করেছেন মুখ্যমন্ত্রী। এ কথা বুধবার এক্স হ্যান্ডলে নিজেই জানিয়েছেন মমতা। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ঠিক কী লিখেছেন মুখ্যমন্ত্রী?
এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য আমার হৃদয় শোকাহত। রাতভর উদ্ধারকাজে তদারকি করেছি। ১৪ জনের মৃত্যু হয়েছে...তদন্তের নির্দেশ দিয়েছি। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই।'
অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে।
মঙ্গলবার সন্ধ্যায় মেছুয়া ফলপট্টির কাছে ঋতুরাজ হোটেলে আগুন লাগে। আগুন-আতঙ্কে প্রাণ বাঁচাতে কার্নিশ থেকে পড়ে গিয়ে এক জনের মৃত্যু হয়েছে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
হোটেলে অগ্নিনির্বাপণ থাকা সত্ত্বেও কীভাবে ভয়াবহ আকার নিল আগুন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কী কারণে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে যান মন্ত্রী শশী পাঁজাও। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা বলেছেন, 'রাত ৮টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে। ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়েছে।' তদন্তে সিট গঠন করা হয়েছে।