Mamata Banerjee: তৃতীয় TMC সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের আগে বৈঠক ডাকলেন নেত্রী, কী বার্তা দেবেন?

Mamata Banerjee: সূত্রের খবর,বাজেট অধিবেশনে তৃণমূল বিধায়কদের কী ভূমিকা থাকবে তা ঠিক করতে্ই পরিষদীয দলের বৈঠক ডেকেছেন মমতা। প্রণিধানযোগ্য, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী হওয়ার পাশাপাশি পরিষদীয় দলের দলনেত্রীও।

Advertisement
তৃতীয় TMC সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের আগে বৈঠক ডাকলেন নেত্রী, কী বার্তা দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • আগামী ১০ ফেব্রুয়ারি বিধানসভায় নৌশার আলি কক্ষে হবে এই বৈঠক।
  • ইতিমধ্যেই তৃণমূলের সব বিধায়কের কাছে পৌঁছে হাজির থাকার নির্দেশ চলে গিয়েছে।

তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডাকলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনেই ওই বৈঠক হওয়ার কথা। বলে রাখি, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্য বাজেট পেশ করা হবে ১২ ফেব্রুয়ারি। 

সূত্রের খবর,বাজেট অধিবেশনে তৃণমূল বিধায়কদের কী ভূমিকা থাকবে তা ঠিক করতে্ই পরিষদীয দলের বৈঠক ডেকেছেন মমতা। প্রণিধানযোগ্য, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী হওয়ার পাশাপাশি পরিষদীয় দলের দলনেত্রীও। আগামী ১০ ফেব্রুয়ারি বিধানসভায় নৌশার আলি কক্ষে হবে এই বৈঠক। ইতিমধ্যেই তৃণমূলের সব বিধায়কের কাছে পৌঁছে হাজির থাকার নির্দেশ চলে গিয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। 

উল্লেখ্য, গত বছর বিধানসভার শীতকালীন অধিবেশনের মাঝে পরিষদীয় দলকে নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা। এবার আর মাঝে নয় বরং শুরুর দিনেই দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মমতা। 

শোনা যাচ্ছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তৃণমূলের একটি সাংগঠনিক বৈঠকও হতে পারে। নেতাজি ইন্ডোরে ওই সভায় যোগ দেবেন দলের নেতা-মন্ত্রী এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা। তবে বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

২০২৬ সালে বিধানসভা ভোট। তার আগে অন্তর্বর্তী বাজেট পেশ করতে পারবেন মমতা। ফলে এবারই তৃতীয় তৃণমূল সরকারের পূর্ণাঙ্গ বাজেট। ফলে এবারের বাজেটে বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে শুধু ঘোষণা হলেই হয় না, তার রূপায়ণ করাটাও জরুরি। শোনা যাচ্ছে, বৈঠক সেই বিষয়টি নিয়েই যথাবিহিত নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিককালে বেশ কয়েকজন বিধায়কের কাজকর্মে দল অস্বস্তিতে পড়েছে। ফলে দলীয় বিধায়কদের আচরণের প্রসঙ্গ উঠতে পারে ওই বৈঠকে। 
 

POST A COMMENT
Advertisement