Mamata Banerjee: SIR ইস্যুতে ফের পথে নামছেন মমতা, এবার মতুয়াদের সঙ্গে

ফের একবার SIR-এর বিরোধিতায় পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবার মতুয়াদের নিয়ে পদযাত্রা করবেন। আগামী ২৫ নভেম্বর, মঙ্গলবার ঠাকুরনগরে মিছিল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Advertisement
SIR ইস্যুতে ফের পথে নামছেন মমতা, এবার মতুয়াদের সঙ্গে
হাইলাইটস
  • ফের একবার SIR বিরোধিতায় পথে মমতা
  • ঠাকুরনগরে মিছিল করবেন তিনি
  • মতুয়া এলাকায় ফোকাস করছে তৃণমূল

SIR নিয়ে নতুন করে পথে নামার পরিকল্পনা করেছে তৃণমূল। আগামী ২৫ নভেম্বর, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া অধ্যুষিত এলাকায় মিছিল করবেন। ঠাকুরনগর এলাকায় তিনি পদযাত্রা করবেন। একইসঙ্গে সেখানে একটি মিটিংও করবেন মুখ্যমন্ত্রী। SIR প্রক্রিয়া নিয়ে ওই এলাকার হিন্দু উদবাস্তুদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সেই আবহে এবার মতুয়াদের মাঝে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিকে, আগামী ২৪ নভেম্বর, সোমবার বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলার প্রায় ১০ হাজার কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। বিশেষ করে মতুয়া অধ্যুষিত এলাকায় ফোকাস করবেন তিনি, দলীয় সূত্রে খবর এমনটাই। SIR-এ যেন বাংলার একজনও বৈধ ভোটারের নাম বাদ না পড়ে, তা যাচাই করতেই বৈঠক ডেকেছেন অভিষেক।

এর আগে কলকাতায় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করেছিলেন। মমতা বলেন, ‘দিদি এখনও আছে! ভয় পাবেন না। ওরা কারও নাম বাদ দিতে পারবে না। দরকারে থালাবাটি বেচে আমরা আপনাদের সাহায্য করব। যাঁদের কোনও কাগজ নেই, তাঁরা তৃণমূলের ক্যাম্পে যান। আমাদের কর্মীরা সমন্বয় করে সব তৈরি করার বন্দোবস্ত করবে।’

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে অপরিকল্পিত SIR প্রক্রিয়া থামানোর অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে একটি চিঠিও দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন তিনি। তাঁর অভিযোগ, পরিকল্পনাহীন ভাবে SIR প্রক্রিয়া চালানো হচ্ছে। প্রক্রিয়াকে হঠকারী সিদ্ধান্ত বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।মমতার বক্তব্য, ‘BLO-দের উপর অত্যধিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা তাঁদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। বর্তমানে পশ্চিমবঙ্গে ধান চাষের সময়। কৃষিক্ষেত্রের এই ব্যস্ততম সময়ে এসআইআর প্রক্রিয়া চালানো অযৌক্তিক। সাধারণ মানুষের উপরও চাপ সৃষ্টি করা হচ্ছে। এই প্রক্রিয়া BLO-দের উপর তো বটেই, সাধারণ মানুষদেরও মানসিক ভাবে চাপে ফেলছে। সেই কারণে কিছু আত্মহত্যার ঘটনাও ঘটেছে।'  SIR প্রক্রিয়ার সময়সীমা পুনর্বিবেচনারও অনুরোধ করেছেন মমতা। তাঁর কথায়, ‘এই প্রক্রিয়া যদি অবিলম্বে সংশোধন করা না-হয়, তবে তা সকলের কাছেই ক্ষতির।’

Advertisement

 

POST A COMMENT
Advertisement