'কলকাতায় গরম, ডেঙ্গি, তাই বিদেশ ঘুরতে গিয়েছেন,' মমতাকে কটাক্ষ শুভেন্দুর

কলকাতায় ডেঙ্গি হচ্ছে, প্রচন্ড গরম, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এগারো দিনের জন্য বিদেশে ঘুরতে গিয়েছেন। বুধবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় কটাক্ষ করে তিনি বলেন, 'এখানে ভাদ্র মাসের গরম। ওখানে গিয়েছেন ছুটি কাটাতে।'

Advertisement
'কলকাতায় গরম, ডেঙ্গি, তাই বিদেশ ঘুরতে গিয়েছেন,' মমতাকে কটাক্ষ শুভেন্দুরকলকাতায় গরম, ডেঙ্গু বাড়ছে, তাই বিদেশ ঘুরতে গিয়েছেন,' মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর
হাইলাইটস
  • কলকাতায় ডেঙ্গু হচ্ছে, প্রচন্ড গরম, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এগারো দিনের জন্য বিদেশে ঘুরতে গিয়েছেন।
  • বুধবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।
  • মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় কটাক্ষ করে তিনি বলেন, 'এখানে ভাদ্র মাসের গরম। ওখানে গিয়েছেন ছুটি কাটাতে।'

কলকাতায় ডেঙ্গি হচ্ছে, প্রচন্ড গরম, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এগারো দিনের জন্য বিদেশে ঘুরতে গিয়েছেন। বুধবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় কটাক্ষ করে তিনি বলেন, 'এখানে ভাদ্র মাসের গরম। ওখানে গিয়েছেন ছুটি কাটাতে।'

শুধু তাই নয়। এদিন দুবাই বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘের সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হয়। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন,'শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা আর আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থা একই। ঋণের জালে জর্জরিত। এরপরে তো মুখ্যমন্ত্রী বলবেন শ্রীলংকা থেকে লগ্নি নিয়ে আসছেন।'

মুখ্যমন্ত্রী তো জানিয়েছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্টরে বেঙ্গল বিজনেস সামিটে আমন্ত্রণ জানিয়েছেন। যতবারই আমাদের এখানে এই বিজনেস সামিট হচ্ছে, তাতে ইভেন্ট অর্গানাইজার সংস্থাকে প্রতি বছর ৫০ কোটি টাকা খরচ হচ্ছে। সবাই জানে ডিএ দিতে পারছে না, কর্মসংস্থান হচ্ছে না, পেনশন নিয়ে সমস্যা, রাস্তা-ব্রিজ ভেঙে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ছে না। যে রাজ্যে ৬ লক্ষ টাকা ঋণের বোঝা, তার সঙ্গে শ্রীলঙ্কার বিপর্যয়ের কী পার্থক্য আছে?' 

এরপর শুভেন্দু বলেন, 'ওঁকে এখানে ডেকে লাভই কী? শ্রীলঙ্কার কি বিনিয়োগ করার ক্ষমতা আছে। হয় তো এখানে এনে MoU সাক্ষর করবেন, তাতে একটু প্রচার হবে। লোকসভা ভোটের আগে সেগুলি বলবেন।'

প্রসঙ্গত, বুধবার দুবাইয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘের সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তখনই রনিল বিক্রমাসিঙ্ঘ I.N.D.I.A জোটের বিষয়ে জানতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় জোটের নেতৃত্ব দেবেন কিনা, সেই বিষয়ে জিজ্ঞাসা করেন। আর তার উত্তরে মমতা বলেন, 'যদি মানুষ আমাদের সমর্থন করে, আমরা কালই ক্ষমতায় এসে যেতে পারব।'

এদিন কুনাল ঘোষকেও এক হাত নেন শুভেন্দু। তিনি বলেন, 'ও তো সকালে আমাকে বরাহনন্দন বলেছে। এর মানে শুয়োরের বাচ্চা। কে শুয়োরের বাচ্চা রাজ্যের মানুষ জানে।'

POST A COMMENT
Advertisement