Mamata-Modi Meeting: রবির দুপুরেই দিল্লির বিমান ধরবেন মমতা, বুধে মোদীর সঙ্গে সাক্ষাৎ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ-সহ একাধিক কর্মসূচি নিয়ে আজ দিল্লি রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর সাড়ে ৩ টেয় দিল্লির বিমান ধরবেন তিনি।

Advertisement
রবির দুপুরেই দিল্লির বিমান ধরবেন মমতা, বুধে মোদীর সঙ্গে সাক্ষাৎমমতা-মোদী সাক্ষাৎ
হাইলাইটস
  • আজ দিল্লি রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • চারদিনে মোট তিনটি বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ-সহ একাধিক কর্মসূচি নিয়ে আজ দিল্লি রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর সাড়ে ৩ টেয় দিল্লির বিমান ধরবেন তিনি। মমতার চারদিনের দিল্লি সফরের সূচি চুড়ান্ত হয়েছে। চারদিনে মোট তিনটি বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার বিকেলেই তিনি দিল্লি পৌঁছে যাবেন। কাল সোমবার দিল্লির বঙ্গভবনে তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ দলের সমস্ত সাংসদরা। সেখানেই দিল্লি সফরের রণকৌশল ঠিক করবেন মমতা। ১৯ ডিসেম্বর বিরোধী জোট INDIA-র স্টিয়ারিং কমিটির বৈঠক রয়েছে। ১৪ জনের এই কমিটিতে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই বৈঠকে মঙ্গলবার যোগ দেবেন মমতা। বৈঠকে থাকবেন কংগ্রেস, ডিএমকে-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীরা। তেলঙ্গনা বাদে ৫ রাজ্যের ভোটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তারপরেই জোটের বৈঠক ডাকেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।

২০ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পের বকেয়া মেটানোর দাবি প্রধানমন্ত্রীকে জানাবেন মুখ্যমন্ত্রী। সাংসদদের প্রতিনিধি দল নিয়ে মোদীর সঙ্গে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রতিনিধি দলে থাকবেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এর আগে বকেয়ার দাবিতে দিল্লিতে কর্মসূচি নিয়েছিলেন অভিষেক। সেই সময় দিল্লির রাজনীতি সরগরম হয়ে ওঠে।

POST A COMMENT
Advertisement