Amitabh Bachchan Birthday: প্রথম কবে অমিতাভের সঙ্গে দেখা? নিজেই জানালেন মমতা

কবে প্রথম অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের? তাঁর ৮৩তম জন্মদিনে সেই স্মৃতি ভাগ করে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। জানালেন সংসদের সময়ে তাঁদের মধ্যে স্নেহের সম্পর্ক গড়ে ওঠে। এক্স পোস্টে কী কী লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Advertisement
প্রথম কবে অমিতাভের সঙ্গে দেখা? নিজেই জানালেন মমতাঅমিতাভ বচ্চন ও মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফটো)
হাইলাইটস
  • অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা
  • কবে তাঁদের প্রথম সাক্ষাৎ হয়, শেয়ার করেন
  • স্মৃতিতে ডুব দেন বাংলার মুখ্যমন্ত্রী

৮৩ বছর পূর্ণ করলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। কিংবদন্তি এই অভিনেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে স্মৃতিতে ডুবলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে সংসদে অমিতাভ বচ্চনের সঙ্গে কাটানো সময়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি। 

এক্স পোস্টে বলিউডের অ্যাংরি ইয়ং ম্যানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনজিকে জন্মদিনের শুভেচ্ছা। প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন, সুখে থাকুন এবং আরও অনেক অনেক বছর আমাদের এভাবেই অনুপ্রাণিত করুন।' 

এরপরই স্মৃতিচারণা করে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, '১৯৮৪ সালে থেকে অমিতাভজির সঙ্গে স্নেহের সম্পর্ক আমার। সে সময়ে আমরা দু'জনেই প্রথমবারের জন্য সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলাম।' পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভজি এবং জয়াজি একাধিকবার অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদের সমৃদ্ধ করেছেন। ওঁরা আমাদের ফেস্টিভ্যাল পরিবারের সদস্য।'

এখন তিনি বলিউডের শাহেনশাহ হলেও, অমিতাভ বচ্চনের কেরিয়ারের শুরুটা হয়েছিল এই বাংলাতেই, কলকাতা শহরে। পার্ক স্ট্রিট এলাকায় একটি সংস্থায় কাজ করতেন তিনি। রাশভারী কণ্ঠের এই মানুষটি একটা সময়ে কলকাতায় আকাশবাণী থেকে রিজেক্ট হয়েছিলেন। ঠিক সেই সময়ে পরিচালক মৃণাল সেনের নজরে পড়েন। অমিতাভের আওয়াজকে মৃণাল সেন ব্যবহার করেন তাঁর ছবি ‘ভুবন সোম’ সিনেমায়। জয়া বচ্চনের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে তিনি হয়ে গিয়েছেন বাংলার জামাই। তাই বাংলার সঙ্গে তাঁর নিবিড় যোগ। 

শনিবার অমিতাভ বচ্চনের জন্মদিনে রীতিমতো ধুপধুনো দিয়ে পুজো হল এ শহরে। পুজোর থালায় ছিল চন্দন বাটা, কুচো ফুল, পঞ্চ প্রদীপ, ধুপ, চাল, হোমের টিকা। পুজো শেষে মন্দিরে মূর্তির সামনে দেওয়া হল ভোগ প্রসাদের থালা। বিগ বি-ই সেখানে আরাধ্য দেবতা। তাঁর জন্মদিনে কিং সাইজ কেক কাটলেন অনুরাগীরা।

 

POST A COMMENT
Advertisement