Fake Passport: ভুয়ো পাসপোর্ট নিয়ে ব্যাঙ্কক যাওয়ার চেষ্টা, কলকাতা এয়ারপোর্টে আটক উত্তরপ্রদেশের যুবক

ভুয়ো পাসপোর্ট চক্রের তদন্তে যত গভীরে যাওয়া হচ্ছে, ততই তদন্তকারীদের সামনে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নাম ভাঁড়িয়ে ভুয়ো পাসপোর্ট তৈরিও যার মধ্যে অন্যতম। এর মধ্যেই কলকাতা এয়ারপোর্টে ধরা পড়লেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। বিদেশে যেতে গিয়েই পুলিশের জালে গোলাপ কুমার।

Advertisement
ভুয়ো পাসপোর্ট নিয়ে ব্যাঙ্কক যাওয়ার চেষ্টা, কলকাতা এয়ারপোর্টে আটক উত্তরপ্রদেশের যুবকধৃত অভিযুক্ত

ভুয়ো পাসপোর্ট চক্রের তদন্তে যত গভীরে যাওয়া হচ্ছে, ততই তদন্তকারীদের সামনে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নাম ভাঁড়িয়ে ভুয়ো পাসপোর্ট তৈরিও যার মধ্যে অন্যতম। এর মধ্যেই কলকাতা এয়ারপোর্টে ধরা পড়লেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। বিদেশে যেতে গিয়েই পুলিশের জালে গোলাপ কুমার। 

আটক করার পর তাঁকে জিজ্ঞাসাবাদের সময় জানা গিয়েছে, তাঁর আসল পাসপোর্ট সিজ হয়ে গিয়েছে। এরপরেই বিদেশে যাওয়ার নতুন ফন্দি করতে থাকেন এই যুবক। এরপরেই জানা যায়, নাম বদল করে নকল পাসপোর্ট তৈরি করে দেশ ছেড়ে পালাচ্ছিলেন তিনি। সেই পাসপোর্টে বিদেশযাত্রা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল ধৃত। কোথা থেকে এই পাসপোর্ট বানানো হয়েছে সে ব্যাপারে তদন্ত করে দেখছে পুলিশ।

নিজের আসল পাসপোর্ট সিজ হয়ে যাওয়ার পরে, অন্য নামে পাসপোর্ট বানিয়ে কলকাতা থেকে ব্যাংকক যেতে গিয়ে গ্রেপ্তার হলেন উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা গুলাব ওঝা। সূত্রের খবর তিনি গোলাপ কুমার নামে একটি পাসপোর্ট তৈরি করেন এবং সেি পাসপোর্ট নিয়েই বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে আসেন ব্যাংকক যাবার জন্য। সন্দেহ হওয়ায় অভিবাসন দপ্তরের আধিকারিকরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। আর তাতেই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। 

এরপর তাঁকে গ্রেপ্তার করে অভিবাসন দপ্তর থেকে এনএস সিবিআই এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত গুলাব ওঝাকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ। তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। কীভাবে এই কাজটি করেছে সে সেই বিষয়ে তদন্ত করে দেখছে এনএস সিবিআই থানার পুলিশ।

POST A COMMENT
Advertisement