Kolkata GPO: লেডিজ টয়লেটে দরজার ফাঁক দিয়ে মহিলার ভিডিও, কলকাতা GPO-তে গ্রেফতার যুবক

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রাজ্য। এই আবহেই কলকাতায় ফের নারী নিরাপত্তা ঘিরে প্রশ্ন উঠল। এবার মহিলাদের শৌচাগারের দরজার ফাঁক দিয়ে ভিডিও করার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কলকাতা জিপিও-তে। 

Advertisement
লেডিজ টয়লেটে দরজার ফাঁক দিয়ে মহিলার ভিডিও, কলকাতা GPO-তে গ্রেফতার যুবককলকাতা জিপিও (বাঁ দিকে)। প্রতীকী চিত্র (ডান দিকে)।
হাইলাইটস
  • আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রাজ্য।
  • কলকাতায় ফের নারী নিরাপত্তা ঘিরে প্রশ্ন উঠল।
  • মহিলাদের শৌচাগারের দরজার ফাঁক দিয়ে ভিডিও করার অভিযোগ।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রাজ্য। এই আবহেই কলকাতায় ফের নারী নিরাপত্তা ঘিরে প্রশ্ন উঠল। এবার মহিলাদের শৌচাগারের দরজার ফাঁক দিয়ে ভিডিও করার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কলকাতা জিপিও-তে। 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার সকালে জিপিও-তে এক মহিলা কর্মী বাথরুমে যান। সেই সময় বাথরুমের দরজার ফাঁক দিয়ে মোবাইলে ভিডিও করার চেষ্টা করেন এক পুরুষ সহকর্মী। এই দৃশ্য দেখে ওই যুবককে হাতেনাতে ধরেন অন্য কর্মীরা। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, অভিযুক্ত যুবক জিপিও-র কর্মী। তিনি উল্টোডাঙা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে। বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোনটি। 


অন্য দিকে, গত শনিবার থেকে কাজে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা। তবে আংশিক কর্মবিরতি চলছে। শুধুমাত্র জরুরি পরিষেবায় যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।  শুক্রবার ১১ দিনের মাথায় স্বাস্থ্য ভবনের সামনে ধর্না তোলেন জুনিয়র চিকিৎসকরা। দুপুরে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতর পর্যন্ত মিছিল করেন তাঁরা। শুক্রবার কলকাতায় মশাল মিছিলের ডাক দেওয়া হয়। গভীর রাত পর্যন্ত রাস্তায় মশাল হাতে হাঁটেন বহু সাধারণ মানুষ। যোগ দেন খ্যাতনামীরাও। মশাল মিছিলে যোগ দেন নির্যাতিতার পরিবারও। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে দেড় মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি, পথে নেমে প্রতিবাদে শামিল হন তাঁরা। ৫ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেন তাঁরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে লালবাজার অভিযানও করেন জুনিয়র ডাক্তাররা। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কথা জানিয়েছেন তাঁরা। 
 

POST A COMMENT
Advertisement