Fire in Kolkata: তপসিয়ায় হাহাকার, বিধ্বংসী আগুনে প্রায় ২০০ ঝুপড়ি পুড়ে ছাই, দাবি স্থানীয়দের

তপসিয়ায় বস্তিতে ভয়াবহ আগুন। বহুতলের পাশে একাধিক ঝুপড়িতে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। দাউদাউ করে জ্বলছে ঝুপড়ি। দুপুর সাড়ে ১২টা নাগাদ এই আগুন লাগে বলে অভিযোগ।

Advertisement
তপসিয়ায় হাহাকার, বিধ্বংসী আগুনে প্রায় ২০০ ঝুপড়ি পুড়ে ছাই, দাবি স্থানীয়দেরতপসিয়ায় বস্তিতে ভয়াবহ আগুন, কালো ধোঁয়াতে ঢেকেছে এলাকা
হাইলাইটস
  • স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর পেয়েও দেরিতে এসেছে দমকল।
  • যার কারণে আগুন একের পর এক ঝুপড়িতে ছড়িয়ে পড়েছে

তপসিয়ায় বস্তিতে ভয়াবহ আগুন। বহুতলের পাশে একাধিক ঝুপড়িতে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। দাউদাউ করে জ্বলছে ঝুপড়ি। দুপুর সাড়ে ১২টা নাগাদ এই আগুন লাগে বলে অভিযোগ। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। যদিও, স্থানীয়দের অভিযোগ, মাত্র ২টি ইঞ্জিন কাজ করছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুন লাগার খবর পেয়ে পৌঁছেছে প্রগতি ময়দান থানার পুলিশ। কালো ধোঁয়াতে ঢেকেছে গোটা এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে। ঝুপড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে। কারণ, মাঝে মাঝেই বিকট শব্দ শোনা যাচ্ছে। বহু ঝুপড়ি বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তা সিলিন্ডার ফাটার শব্দ বলেই মনে করা হচ্ছে। যেখানে আগুন লেগেছে সেখানে রয়েছে ইলেকট্রিকের হাইটেনশন লাইন। সেখানেও আগুন লাগার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর পেয়েও দেরিতে এসেছে দমকল। তাদের আসতে অন্তত আধ ঘণ্টা দেরি হয়েছে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যার কারণে আগুন একের পর এক ঝুপড়িতে ছড়িয়ে পড়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুনের তীব্রতা এতটা বেশি যে নেভানোর কাজ শুরু করতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

বস্তির বেশিরভাগ ঝুপড়ি পলিথিন দিয়ে তৈরি করা হয়েছিল। সেই কারণে দাউ দাউ করছে জ্বলছে আগুন। বস্তির সব ঝুপড়িই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। তাঁদের দাবি, অন্তত ২০০ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সব হারিয়ে হাহাকার সেখানকার বাসিন্দাদের। কান্নায় ভেঙে পড়েছেন অনেকে।

POST A COMMENT
Advertisement