আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে এখনও তীব্র আন্দোলন চলছে রাজ্যজুড়ে। স্বাস্থ্য ভবনের সামনে দিনরাত অবস্থান বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের। সুপ্রিম কোর্টের ডেডলাইনের পরেও এখনও কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের। এহেন পরিস্থিতিতে আজ অর্থাত্ বৃহস্পতিবার বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করার কথা ছিল রাজ্য সরকারের। এখনও পর্যন্ত খবর, আজ বৈঠকটি হচ্ছে না। শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।
বৈঠক আজ বাতিল করা হয়েছে
নবান্ন সূত্রের খবর, বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৃহস্পতিবার যে বৈঠক হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। বৈঠক এরপর কবে হবে, তা এখনও জানানো হয়নি। তবে সূত্রের খবর, আগামী সপ্তাহে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। তবে দিনক্ষণ স্পষ্ট নয়।
'এত সাহস পায় কোথা থেকে?'
কেন এই বৈঠক? বস্তুত, গত সোমবার প্রশাসনিক বৈঠকে নাম না-করে টালা থানার ওসি-কে হাসপাতালে ভর্তি নেওয়ার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'একজন পুলিশ অফিসারকে চারটি বেসরকারি হাসপাতাল ফিরিয়ে দিল কীভাবে? এত সাহস পায় কোথা থেকে? চারটি (বেসরকারি হাসপাতালের) নাম আমার কাছে রয়েছে। পুলিশের এক জন ওসি রোগী হিসাবে গিয়েছিলেন। তাঁকে ভর্তি নেওয়া হয়নি। এই হাসপাতালগুলির কথা আমাদের মনে রাখতে হবে।' এই ঘটনার পরেই বেসরকারি হাসপাতালগুলিকে কিছু কড়া নির্দেশ দেওয়ার পরিকল্পনা করে বৈঠক করার কথা ঠিক করে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালগুলিকে স্বাস্থ্যসাথী কার্ডও নিতে হবে বলে জানিয়ে দিয়েছেন মমতা।
স্বাস্থ্যক্ষেত্রে একটি অচলাবস্থা চলছে
এই মুহূর্তে রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে একটি অচলাবস্থা চলছে। শুধু কলকাতায় নয়, জেলাগুলিতেও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। নানা অভিযোগ উঠছে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধেও। এহেন পরিস্থিতিতে আজ বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে রাজ্য সরকারের বৈঠক বিশেষ তাত্পর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ছিল।