লিওনেল মেসি, কলকাতামেসি-জ্বরে ফুটছে শহর। শুক্রবার রাতে কলকাতায় পা রেখেছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই উন্মাদনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যুবভারতী ক্রীড়াঙ্গন ও তার আশপাশের এলাকা। প্রত্যাশিত বিপুল ভিড় সামাল দিতে আগাম সতর্ক কলকাতা পুলিশ। মেসি-সংক্রান্ত অনুষ্ঠান ঘিরে যুবভারতী ও সংলগ্ন এলাকায় বিশেষ ট্রাফিক বিধিনিষেধ জারি করা হয়েছে।
লালবাজার সূত্রে জানানো হয়েছে, অনুষ্ঠান চলাকালীন এবং তার আগে-পরে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল পুরোপুরি অথবা আংশিকভাবে নিয়ন্ত্রিত থাকবে। বিশেষ নজর থাকবে ময়দান সংলগ্ন রাস্তা, জেবি স্টেডিয়াম রোড, ডিএফ ব্লক এলাকা, মেট্রো চ্যানেল রোড-সহ আশপাশের গুরুত্বপূর্ণ সংযোগপথগুলিতে। শুধু সাধারণ গাড়ি নয়, পণ্যবাহী যান চলাচলেও সময়ভিত্তিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কলকাতা পুলিশের তরফে নাগরিকদের অনুরোধ করা হয়েছে, যতটা সম্ভব গণপরিবহণ ব্যবহার করতে। ব্যক্তিগত গাড়ি নিয়ে যুবভারতীর দিকে গেলে শুধুমাত্র নির্ধারিত পার্কিংয়েই গাড়ি রাখতে হবে। বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করেছে পুলিশ।
নিরাপত্তার ক্ষেত্রেও কোনও ফাঁক রাখা হচ্ছে না। ট্রাফিক পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবেন অতিরিক্ত পুলিশকর্মী ও স্বেচ্ছাসেবকরা। শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হবে অস্থায়ী কন্ট্রোল রুম। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে তাৎক্ষণিকভাবে রুট ডাইভারশন করা হবে।
কলকাতা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন, ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকা মেনে চলুন এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন। ফুটবল উন্মাদনার এই ঐতিহাসিক দিনে যাতে শহরের স্বাভাবিক ছন্দ বজায় থাকে, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে লালবাজার।
উল্লেখ্য, এটি মেসির দ্বিতীয় কলকাতা সফর। এর মধ্যেই শহরে তাঁর ৭০ ফুট উঁচু একটি মূর্তি তৈরি হয়েছে লেক টাউনে, বিধায়ক সুজিত বসুর তত্ত্বাবধানে। ২০১১ সালে কলকাতায় এসে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেছিলেন আর্জেন্তিনার তারকা। এবার চার শহর, কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি মিলিয়ে ‘গোট ট্যুর’-এ ব্যস্ত সময়সূচির মধ্যেই শহরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছুঁয়েছে চরমে।