Kolkata Metro: বৃষ্টিতে জল জমে বিপত্তি, সোমবার অফিস টাইমে ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ মেট্রো

মাত্র দু'দিনের মধ্যে ফের মেট্রোর লাইন জল জমার কারণে বিভ্রাট। বন্ধ পরিষেবা। সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনে, অফিস টাইম কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর লাইনের মধ্যে গিরিশ পার্ক থেকে ময়দানের মধ্যে বন্ধ রয়েছে পরিষেবা। চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা।

Advertisement
বৃষ্টিতে জল জমে বিপত্তি, সোমবার অফিস টাইমে ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ মেট্রো ইদে দক্ষিণেশ্বর-গড়িয়া রুটে কমল মেট্রো, বাকি লাইনে পরিষেবা কেমন থাকবে? রইল সূচি
হাইলাইটস
  • সপ্তাহের প্রথম দিন মেট্রো পরিষেবা বিঘ্ন
  • গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত চলছে না মেট্রো
  • মেট্রো লাইনে বৃষ্টির জল জমায় বিপত্তি

নিম্নচাপের জেরে সকাল থেকে ভারী বৃষ্টি কলকাতায়। ফলস্বরূপ জলমগ্ন একাধিক এলাকা। তবে শুধু রাস্তা নয়, জল জমেছে মেট্রোর সুড়ঙ্গপথেও। আর সে কারণেই সপ্তাহের প্রথম কাজের দিনে মেট্রো পরিষেবায় বিভ্রাট। ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো চলাচল। অগত্যা ভাঙা পথে চালাতে হচ্ছে পাতালরেল। 

মেট্রোর তরফে জানানো হয়েছে, আপ লাইনে জল জমে থাকার দরুণ ট্রেন এগোনো সম্ভব হচ্ছে না। আপাতত মেট্রো পরিষেবা ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে। অন্যদিকে চলছে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউনে। জানা গিয়েছে, সেন্ট্রাল এবং চাঁদনি চক মেট্রো স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইনে জল জমেছে। সে কারণেই কোনও ঝুঁকি না নিয়ে পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে সপ্তাহের প্রথম কাজের দিনে অফিস টাইমে, কলকাতার লাইফলাইন বন্ধ হয়ে যাওয়ায় চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। ক্ষোভ উগরে দিচ্ছেন গন্তব্যে লেট হয়ে যাওয়া মেট্রো প্যাসেঞ্জাররা। যদিও মেট্রো কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। 

অনেকেই দ্রুত কর্মস্থলে পৌঁছোতে দাঁড়িয়ে থাকা মেট্রো থেকে নেমে বাস বা ক্যাব ধরার চেষ্টা করছেন। বিভিন্ন স্টেশনে ভিড়ও ক্রমশ বাড়ছে। কিন্তু, বর্ষার দিনে ট্রাফিক জ্যামের শিকার হচ্ছেন তাঁরা। 

গত শনিবার বিকেলেও ঠিক একই কারণে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পথের মধ্যে  ট্র্যাকের মাঝের নিকাশি নালায় আচমকা জল ভর্তি হয়ে যাওয়ায় প্রায় এক ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়। দমদমমুখী মেট্রোর লাইনে যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে এই বিপত্তির জেরে দুপুর ৩টে ৪০ মিনিট থেকে বিকেল ৪টে ৩৫ মিনিট পর্যন্ত পরিষেবায় বিঘ্ন ঘটে।

জানা গিয়েছিল, সেদিন যতীন দাস পার্ক এবং কালীঘাট স্টেশনের মাঝে দু’টি ট্র্যাকের মাঝের অংশে কংক্রিটের নিকাশি নালা আচমকা জলে ভরে ওঠে। জলের পাইপ ফেটে গিয়ে ওই বিপত্তি ঘটেছিল। ওই নিকাশি নালা প্লাবিত হলে মেট্রোর বিদুৎবাহী থার্ড রেল ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও বড় বিপত্তির আশঙ্কা থাকে। তাই মেট্রো চলাচলের সাধারণ বিধি মেনে শনিবার সঙ্গে সঙ্গে পরিষেবা বন্ধ করা হয়। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement