Kolkata Metro: রবীন্দ্র সদনে যাত্রী আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবা

Kolkata Metro: ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টা ৫৯ মিনিট নাগাদ ব্লু লাইনের গোটা অংশে স্বাভাবিক পরিষেবা ফের চালু হয়।

Advertisement
রবীন্দ্র সদনে যাত্রী আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবাফের ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি।

Kolkata Metro: শুক্রবার রাতে কলকাতা মেট্রোর ব্লু লাইনে সাময়িকভাবে ব্যাহত হল ট্রেন চলাচল। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় এই সমস্যা তৈরি হয়। মেট্রো সূত্রে জানা গিয়েছে, রাত আনুমানিক ৯টা ৩৪ মিনিট নাগাদ ওই ঘটনা ঘটে।

যাত্রীকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে পাওয়ার ব্লক নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এর ফলে দক্ষিণমুখী (DN) লাইনে ময়দান পর্যন্ত এবং উত্তরমুখী (UP) লাইনে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে মেট্রো চলাচল করে।

ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টা ৫৯ মিনিট নাগাদ ব্লু লাইনের গোটা অংশে স্বাভাবিক পরিষেবা ফের চালু হয়। যে ট্রেনটি আটকে ছিল, সেটিও রবীন্দ্র সদন স্টেশন থেকে যাত্রী নিয়ে শহিদ ক্ষুদিরাম স্টেশনের দিকে রওনা দেয়।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পুরো ব্লু লাইনে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল করছে। ওই যাত্রীর শারীরিক অবস্থা ও ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

POST A COMMENT
Advertisement