SSKM হাসপাতালে নাবালিকাকে 'যৌন হেনস্থা', গ্রেফতার প্রাক্তন কর্মী

এবার ঘটনাস্থল SSKM হাসপাতাল। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে তোলপাড়। ধৃত SSKM হাসপাতালেরই এক প্রাক্তন স্বাস্থ্য কর্মী। তাকে কয়েক বছর আগে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

Advertisement
SSKM হাসপাতালে নাবালিকাকে 'যৌন হেনস্থা', গ্রেফতার প্রাক্তন কর্মীপিজি হাসপাতালে যৌন হেনস্থা
হাইলাইটস
  • SSKM হাসপাতালের ভিতর যৌন হেনস্থার অভিযোগ
  • নাবালিকাকে শৌচাগারে নিয়ে গিয়ে হেনস্থা
  • গ্রেফতার বিতাড়িত গ্রুপ ডি কর্মী

ফের হাসপাতালের ভিতর যৌন হেনস্থার অভিযোগ। এবার এক নাবালিকার সঙ্গে এই ঘটনা ঘটার অভিযোগ উঠল তাও খাস কলকাতার অন্যতম বড় সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM-এ। অভিযুক্ত অপর সরকারি হাসপাতালের এক স্বাস্থ্য কর্মী। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। 

ঠিক কী ঘটেছিল? 
বুধবার হাসপাতালের OPD বিভাগে ১৪ বছরের এক নাবালিকাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন তার বাবা-মা। OPD-তে তাকে দাঁড় করিয়ে টিকিট করাতে গিয়েছিলেন তাঁরা। জানা গিয়েছে, সে সময়েই নাবালিকাকে ডেকে নিয়ে যায় জনৈক ব্যক্তি। তাকে হাসপাতালের ট্রমা বিভাগের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে সে। নাবালিকা চিৎকার করতেই লোক জড়ো হয়ে যায়। এরপর পরিবারের তরফে হাসপাতালের মধ্যে থাকা কলকাতা পুলিশের আউটপোস্টে গোটা ঘটনা জানানো হয়। কিশোরীর বাবা-মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করে ভবানীপুর থানার পুলিশ। 

কে এই অভিযুক্ত?  
তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখে SSKM হাসপাতালের CCTV ফুটেজ। সেই ফুটেজে নজরে আসে অভিযুক্ত। তার জেরেই গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। জানা গিয়েছে, তার নাম অমিত মল্লিক। আগে SSKM হাসপাতালেই গ্রুপ ডি স্বাস্থ্য কর্মী হিসেবে কাজ করত সে। কিন্তু কয়েক বছর আগেই তাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছিল। বর্তমানে অপর একটি সরকারি হাসপাতালে সে চাকরি করে বলে খবর। 

এই ঘটনায় ফের একবার স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আরজি কর হাসপাতালের ধর্ষণ এবং খুনের ঘটনার পর সরকার হাসপাতালের ভিতর কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছিল। এবার SSKM হাসপাতালে এক নাবালিকার সঙ্গে এই ঘটনায় প্রশ্ন তুলে দিয়েছে রোগী এবং রোগী পরিবারের নিরাপত্তা নিয়েও। তবে কি সরকারি হাসপাতাল বহিরাগতদের জন্য অবারিত দ্বার? কীভাবে বিতাড়িত একজন স্বাস্থ্য কর্মী বহিরাগত হয়েও SSKM-এর মতো একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের মধ্যে অবাধে ঢুকে পড়ল, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর আত্মীয়রা। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement