scorecardresearch
 

Mohun Bagan: ৭৭-এর স্মৃতি তোরণে, পেলেকে শ্রদ্ধা জানাতে উদ্যোগ মোহনবাগানের

তখন ইডেন গার্ডেন্সে ফুটবল খেলা হত। পঁয়তাল্লিশ বছর আগে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল নিউইয়র্ক কসমস। যে ম্যাচের মূল আকর্ষণ ছিলেন পেলে (Pele)। ফুটবলের সম্রাটকে এক ঝলক দেখতে সেদিন কানায় কানায় ভরে গিয়েছিল ইডেন। গোটা কলকাতার ফুটবল প্রেমীরা উত্তেজনায় ফুটছিলেন। মোহনবাগানই একমাত্র ক্লাব যাদের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন পেলে।

Advertisement
হাইলাইটস
  • তখন ইডেন গার্ডেন্সে ফুটবল খেলা হত। পঁয়তাল্লিশ বছর আগে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল নিউইয়র্ক কসমস।
  • যে ম্যাচের মূল আকর্ষণ ছিলেন পেলে (Pele)।

তখন ইডেন গার্ডেন্সে ফুটবল খেলা হত। পঁয়তাল্লিশ বছর আগে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল নিউইয়র্ক কসমস। যে ম্যাচের মূল আকর্ষণ ছিলেন পেলে (Pele)। ফুটবলের সম্রাটকে এক ঝলক দেখতে সেদিন কানায় কানায় ভরে গিয়েছিল ইডেন। গোটা কলকাতার ফুটবল প্রেমীরা উত্তেজনায় ফুটছিলেন। মোহনবাগানই একমাত্র ক্লাব যাদের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন পেলে।

সদ্য প্রয়াত হয়েছেন কিংবদন্তির ফুটবলার। কিন্তু তাঁর স্মৃতিকে আজীবন ধরে রাখতে চায় সবুজ-মেরুন শিবির। তাই নেওয়া হল অভিনব উদ্যোগ। পেলের নামে গেট তৈরির সিদ্ধান্ত নিল মোহনবাগান। 

ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে কোলন ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত হয়েছেনফুটবল সম্রাট পেলে। স্বাভাবিকভাবে গোটা বিশ্বের পাশাপাশি কলকাতাতেও নেমে আসে শোকের ছায়া। পতাকা অর্ধনমিত রাখে মোহনবাগান। ইস্টবেঙ্গল, মহমেডানও তাদের পতাকা অর্ধনমিত রাখে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ঘোষণা করেছেন, তাঁরা শীঘ্রই ক্লাবের তাঁবুতে 'পেলে গেট' তৈরি করবেন।

আরও পড়ুন-সবার আগে সূর্যকুমার যাদব, পিছনে ফেললেন কোহলি-হার্দিককে 

 বাগান সচিব আরও জানান, ২৪শে সেপ্টেম্বর, ১৯৭৭ সাল। ক্লাবের ইতিহাসে অবিস্মরণীয় দিন ছিল। পেলের বিষয়ে সমস্ত বিবাদ দূরে ঠেলে একসঙ্গে পা মিলিয়েছেন তিন প্রধানের কর্মকর্তারা। ইস্টবেঙ্গল সভাপতি প্রণব দাশগুপ্ত সংবাদমাধ্যমকে বলেছেন, ‘পেলে বিশ্ব ক্রীড়াঙ্গনের একজন সম্রাট। আমরা সবাই বিশ্বের ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীরা সম্রাটকে হারিয়ে গভীরভাবে শোকাহত।’

ওই শোকসভায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘আমরা ফুটবলের রাজাকে হারিয়েছি। যতক্ষণ চাঁদ এবং সূর্য থাকবে ততক্ষণ অনেক খেলোয়াড় আসবে, কিন্তু পেলের মতো খেলোয়াড় আর জন্মাবে না।’

উল্লেখ্য, দিনকয়েক আগেই বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা ফুটবল দল। ব্রাজিল-আর্জেন্তিনার চিরকালের প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসিকে বিশ্বজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন পেলে। ব্রাজিল কিংবদন্তির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন আর্জেন্তিনা কিংবদন্তি মেসিও। 

Advertisement

আরও পড়ুন-যে গোলগুলির জন্য পেলে ফুটবলের সম্রাট, দেখলে চমকে যাবেন

 

Advertisement