Murshidabad jangipur SP transfer: শুক্রবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায় বড়সড় রদবদল ঘটলো রাজ্য পুলিশের পদে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর দুই জেলার পুলিশ সুপারকে সরানো হয়েছে। মুর্শিদাবাদের এসপি সূর্য প্রতাপ যাদবকে পাঠানো হয়েছে কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (CO) পদে। তাঁর পরিবর্তে দায়িত্ব নিচ্ছেন রানাঘাট পুলিশ জেলার প্রাক্তন সুপার কুমার সানি রাজ।
অন্যদিকে, জঙ্গিপুরের এসপি আনন্দ রায়কে বদলি করে পাঠানো হয়েছে সালুয়ার তৃতীয় ব্যাটালিয়নের CO, EFR পদে। তাঁর জায়গায় এসেছেন কলকাতা সাউথের ডিসি পদমর্যাদার অফিসার অমিত কুমার সাউ। এই বদলির তালিকায় আরও রয়েছেন নারায়ণী ব্যাটালিয়নের CO অংশুমান সাহা, যিনি এবার হবেন বারাকপুর SSF-র CO। রানাঘাট জেলার নতুন পুলিশ সুপার হচ্ছেন আশিস মৌর্য, যিনি ছিলেন SS, IB পদে।
প্রশাসনের তরফে দাবি করা হয়েছে—এটি “একেবারেই রুটিন বদলি”। তবে বিশ্লেষক মহলের মতে, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে সাম্প্রতিক অশান্তির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিছক রুটিন নয়। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে নবাবের জেলা মুর্শিদাবাদে ছড়ায় অগ্নিগর্ভ পরিস্থিতি, যেখানে BSF ও আধাসেনা মোতায়েন করতে হয়। হাই কোর্টের নির্দেশে ব্যবস্থা নেয়া হয়, তৈরি করা হয় বিশেষ তদন্তকারী দল।
এর আগেও বদলি করা হয়েছিল সুতি ও সামশেরগঞ্জ থানার ওসিদের। এই প্রেক্ষিতে এবার দুই জেলার পুলিশ সুপারকে অপসারণ আরও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই বদলির ফলে নতুন নেতৃত্ব কীভাবে পরিস্থিতি সামাল দেয়, সে দিকেই তাকিয়ে রাজ্যবাসী।