Baguiati Crime News: বাগুইআটিতে হাড়হিম ঘটনা, পুকুর থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ

বাগুইআটির রঘুনাথপুরের পুকুর থেকে ফল বিক্রেতার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম বিশ্বজিৎ সাহা। পেশায় তিনি ফল বিক্রেতা। ভিআইপির রঘুনাথপুরে ফলের দোকান ছিল তাঁর। বুধবার সকালে পুকুরের জলে তাঁকে ভাসতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। এরপরই খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে।

Advertisement
বাগুইআটিতে হাড়হিম ঘটনা, পুকুর থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ বাগুইআটির রঘুনাথপুরের পুকুর থেকে ফল বিক্রেতার দেহ উদ্ধার

বাগুইআটির রঘুনাথপুরের পুকুর থেকে ফল বিক্রেতার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম বিশ্বজিৎ সাহা। পেশায় তিনি ফল বিক্রেতা। ভিআইপির রঘুনাথপুরে ফলের দোকান ছিল তাঁর। বুধবার সকালে পুকুরের জলে তাঁকে ভাসতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। এরপরই খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। 

জানা গিয়েছে, ভিআইপি রোডের রঘুনাথপুরে ফলের দোকানে  সোমবার গিয়েছিলেন বিশ্বজিৎ সাহা। মঙ্গলবার দোকানে যাননি। কর্মচারীরাই ছিলেন। বাড়িও ফেরেননি যুবক। ফলে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা। একাধিক জায়গায় খোঁজ নিলেও কোনও লাভ হয়নি। এরপর বুধবার সকালে দোকানের সাতশো মিটার দূরের পুকুরে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।  খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত ব্যক্তি হাবড়ার বাসিন্দা।  অনেকদিন ধরেই ভিআইপি রঘুনাথপুরে তিনি ফল বিক্রি করতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পায়ের আঙুলে গভীর ক্ষত রয়েছে। কিন্তু কীভাবে মৃত্যু, খুন নাকি কোনওভাবে নিজেই পুকুরে পড়ে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে মৃতের পরিবার ও কর্মচারীদের সঙ্গে কথা বলা হবে। 

POST A COMMENT
Advertisement