Nabanna Abhijan: নবান্ন অভিযানে 'ব্যারিকেডের শহর'! কোন কোন রুট এড়াবেন? রইল বিকল্প রাস্তা

নির্যাতিতা তরুণীর বাবা-মায়ের ডাকে আজ নবান্ন অভিযান। দলীয় পতাকা ছাড়া শুভেন্দু অধিকারীর আহ্বানে সে মিছিলে যোগ দেবেন BJP নেতা-কর্মীরাও। ব্যারিকেডে ছয়লাপ গোটা শহর। কোন কোন পথে যানজটের আশঙ্কা?

Advertisement
নবান্ন অভিযানে 'ব্যারিকেডের শহর'! কোন কোন রুট এড়াবেন? রইল বিকল্প রাস্তানবান্ন অভিযান ঘিরে ব্যারিকেডে মুড়ল শহর
হাইলাইটস
  • নবান্ন অভিযান ঘিরে শহরে তৎপরতা
  • ব্যারিকেডে ছয়লাপ শহর
  • কোন কোন পথ এড়িয়ে চলবেন?

আরজি কর কাণ্ডের এক বছর পার। শনিবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই ‘অরাজনৈতিক’ মিছিলের জন্য প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। ব্যারিকেডে মুড়ে ফেলা হয়েছে শহরের নানা গুরুত্বপূর্ণ রাস্তা। রানি রাসমণি অ্যাভিনিউ হোক বা রেড রোড, স্টিল ও লোহার ব্যারিকেড এবং উঁচু স্টিলের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে। নবান্নের আশেপাশের এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। ব্যারিকেডে মোড়া নবান্ন হয়ে উঠেছে যেন দুর্ভেদ্য প্রাচীর। আনা হয়েছে জলকামানও। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ১৫০০ পুলিশ কর্মী। 
৫ জন অতিরিক্ত পুলিশ কমিশনার থাকছেন কলকাতার ৫টি গুরুত্বপূর্ণ রাস্তায়, যেখান থেকে নবান্নে যাওয়া যায়।  

আরজি কর কাণ্ডের এক বছর পূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতা তরুণীর বাবা-মা। সেই মিছিলে কোনও দলীয় পতাকা ছাড়াই দলের কর্মী-সমর্থকদের যোগদানের আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রচুর সংখ্যক মানুষের জমায়েতের অনুমান করা হচ্ছে। আর তাই মিছিল নিয়ন্ত্রণ করতে হাওড়া এবং কলকাতা পুলিশ তৎপর।

কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
শনিবার ভোর ৪টে থেকে কলকাতায় বড় কন্টেনার গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাত ১০টা পর্যন্ত সেই নিষেধাজ্ঞা বজায় থাকবে। 
> পণ্যবাহী গাড়ি যেতে পারবে না বিদ্যাসাদর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, সার্কুলার গার্ডেন রিচ রোড, হাইড রোড, কোল বার্থ রোড, কলকাতা ডকে। 
> যান নিয়ন্ত্রণ করা হচ্ছে জওহরলাল নেহরু রোড, আর আর অ্যাভিনিউ, ডাফরিন রোড, মেয়ো রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, ক্যাথিড্রাল রোড, এজেসি বোস রোড, এস এন ব্যানার্জি রোড, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, কাউন্সিল হাউস স্ট্রিট, সেন্ট জন্স গেট রোড, স্ট্র্যান্ড রোড, এমজি রোড, কেকে টেগোল স্ট্রিট, কলাকার স্ট্রিট, ব্রেবোর্ন রোড এবং হাওড়া ব্রিজে। 

কোন কোন বিকল্প রাস্তায় মিছিলের নির্দেশ?
শর্তসাপেক্ষে ‘নবান্ন অভিযান’ কর্মসূচির অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। যাতে পুলিশ বিকল্প জায়গা বেছে দেয়, সেই নির্দেশও দিয়েছিল আদালত। সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং কলকাতা রানি রাসমণি অ্যাভিনিউ, এই দুই এলাকাকে বিকল্প হিসেবে চিহ্নিত করেছে লালবাজার। 

Advertisement

 এ দিন বিকেলেই আবার রয়েছে ‘কালীঘাট চলো’ কর্মসূচিও। ফলে সব মিলিয়ে ভোগান্তির শিকার হবে আমজনতাই। কোন কোন বিকল্প রাস্তাগুলি ধরতে পারেন? 

>  উত্তর হাওড়া থেকে কলকাতা যেতে হলে জিটি রোড, হাওড়া স্টেশন হয়ে যেতে হবে
> দক্ষিণ হাওড়া থেকে কলকাতা যেতে হলে জিটি রোড বা দ্বিতীয় হুগলি সেতু হয়ে গন্তব্যে যাওয়া সম্ভব। 
 

 

POST A COMMENT
Advertisement