'বিচার না মেলা পর্যন্ত লড়াই চালাব', হাজরা মোড়ে 'অভয়া মঞ্চে'র প্রতিবাদ সভা থেকে অঙ্গীকার তামান্নার মায়ের। শনিবার নবান্ন অভিযানের শুরু থেকেই রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হন কালীগঞ্জে ভোট হিংসায় নিহতের মা। এরপর বিকালে হাজরা মোড়ে প্রতিবাদ সভা থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেন। তিনি বলেন, 'অভয়াও বিচার পায়নি, আমার মেয়েও পায়নি'। আরজি করের নির্যাতিতার প্রতি তিনি সমব্যথী বলে জানান।
এদিন নবান্ন অভিযানে নির্যাতিতার মা বাবার উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে। মেডিকা হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতার মা। তাঁর মাথায় আঘাত লেগেছে বলে অভিযোগ। একইসঙ্গে তাঁর পিঠেও আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ উঠছে। তবে পুরোটাই অস্বীকার করেছেন পুলিশ আধিকারিকরা। নির্যাতিতার বাবা, মায়ের উপর লাঠিচার্জ করা হয়নি বলেই জানিয়েছেন তাঁরা।
এদিন নিহত চিকিৎসকের মা, বাবার উপর লাঠিচার্জের অভিযোগের প্রসঙ্গও তোলেন তামান্নার মা। ঘটনার তীব্র নিন্দা করে বলেন, 'এই কাজের পিছনে শুধু যে পুলিশকর্মীরা রয়েছেন তাঁরাই নয়, তাঁদের কে যিনি এই কাজ করার নির্দেশ দিচ্ছেন, তাঁদেরও বিচার হোক।'
এদিন হাজরা মোড়ে তামান্নার মা দৃশ্যতই আবেগপ্রবণ হয়ে ওঠে। তিনি বলেন, 'আমার সাত রাজার ধন মানিককে আমি হারিয়েছি। কেউ ওকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবে না। আমি সেই ঘটনারও কোনও বিচার পাইনি। আমার মেয়েকে কি কেউ ফিরিয়ে দিতে পারবে?'
তামান্নার মা যখন এই কথাগুলি বলছেন, তখন সামনে দাঁড়িয়ে অভয়া মঞ্চের সদস্যরা। অনেকেই চোখের জল ধরে রাখতে পারলেন না। স্টেজ থেকে তামান্নার মা নেমে আসতে অনেকেই তাঁর কাছে গিয়ে সমবেদনা জানান। সেই সময় সাংবাদিকদেরও মুখোমুখি হন তামান্নার মা। তিনি বলেন, 'আমিও বিচার পাইনি, নির্যাতিতার মা, বাবাও বিচার পাননি। বিচার না মেলা পর্যন্ত আমাদের এই লড়াই চলতে থাকবে।'