হিংসায় বিধ্বস্ত মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা পরিদর্শনে করে জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) চেয়ারপারসন সাংবাদিক বৈঠক করলেন ৷ শুক্রবারের পর শনিবারও এনসিডব্লিউ-র চেয়ারপার্সন বিজয়া রাহাতকরের নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন ৷ এরপর রবিবার সাংবাদিক বৈঠক করেন এনসিডব্লিউ-র চেয়ারপার্সন বিজয়া রাহাতক। সংবাদ মাধ্যমের সামনে বিজয়া রাহাতকে বলেন, মুর্শিদাবাদের নারীরা যে যন্ত্রণার মুখোমুখি হচ্ছেন তা অসহনীয়। তাদের ঘরবাড়ি লুট করা হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তাদের চরম হুমকি দেওয়া হয়েছে। তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, 'মহিলারা তাদের নিজের গ্রামেই বন্দি হয়ে আছেন! আপনি কি কল্পনা করতে পারেন যে মাত্র ৪ দিন আগে মা হওয়া একজন মহিলা তার ৪ দিনের শিশুকে নিয়ে কেবল তাদের জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছেন!'
এনসিডব্লিউ-র চেয়ারপার্সন বিজয়া রাহাতকে বলেন, আমরা বাংলা সরকারের কাছে আবেদন করছি যে তারা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিক কারণ এঁরা আমাদের নিজেদের মেয়ে। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনকে অনুরোধ করছি যে তারা যেন হিংসা কবলিত সমস্ত এলাকা পরিদর্শন করে। তাদের প্রতি নিজের সহানুভূতি প্রকাশ করুন, অন্তত তাদের বলুন যে আপনি তাদের সঙ্গে আছেন। এটি আপনার কাজ! পাশাপাশি বিজয়া রাহাতকে জানান, বিএসএফ তাদের অনেক সাহায্য করেছে। কেবল তাদের কারণেই এই মহিলারা বেঁচে আছেন। আমরা কেন্দ্রীয় মন্ত্রকের কাছে একটি প্রতিবেদন দাখিল করব, এটি বাংলার মুখ্য সচিব এবং ডিজিপির সঙ্গেও শেয়ার করা হবে।
গত দুদিন ঘরে এনসিডব্লিউ-র চেয়ারপার্সন বিজয়া রাহাতকরের নেতৃত্বে প্রতিনিধি দলটি মালদা ও মুর্শিদিবাদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন ৷ তারা ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার যথোপযুক্ত পদক্ষেপ করবে ৷ প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকেই এই আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের একাধিক জায়গায় অশান্তির সৃষ্টি হয় । চলে বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ ৷ ঘটেছে মারধর এমনকি মৃত্যুর ঘটনাও ৷ বহু মানুষ আতঙ্কে ঘরছাড়া হয়ে মালদার ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ৷ ধীরে ধীরে তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থা করছে পুলিশ ও প্রশাসন ৷ অভিযোগ উঠেছে যে, ওয়াকফ অশান্তির ব্যাপক প্রভাব পড়েছে মহিলাদের উপর ৷ তাঁরা অনেকেই ভীতসন্ত্রস্ত হয়ে রয়েছেন । আতঙ্কে এফআইআর দায়ের করারও সাহস পাচ্ছেন না ৷ এই অভিযোগ পেয়েই শুক্রবার রাজ্যে আসে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকরের নেতৃত্বে বিশেষ কমিটি ৷ হিংসা কবলিত এলাকায় গিয়ে নিপীড়িত মহিলাদের সঙ্গে দেখা করেন কমিটির সদস্যরা । ওই মহিলারা কী কী অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন, তা জানার চেষ্টা করেন তাঁরা ৷ মহিলাদের সঙ্গে কথা বলে বাস্তব চিত্রটি বুঝে, দ্রুত এবিষয়ে দিল্লিতে রিপোর্ট পেশ করবেন বলে জানিয়েছেন বিজয়া রাহাতকর ৷