scorecardresearch
 

Naushad Siddiqui- DA Protest : বড় খবর : ডিএ-র ধরনা মঞ্চে বিধায়ক নওশাদ সিদ্দিকির উপর আক্রমণ

ডিএ-র ধরনা মঞ্চে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির উপর হামলা। নওসাদ সিদ্দিকি মঞ্চে বক্তব্য রাখছিলেন। ঠিক তখন এক ব্যক্তি তাঁর উপর হামলা চালায়। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আক্রমণকারী যুবকের পরিচয় জানা যায়নি। ঘটনায় ক্ষুব্ধ সরকারি কর্মীরা।

Advertisement
নওশাদকে আক্রমণ নওশাদকে আক্রমণ
হাইলাইটস
  • ডিএ-র ধরনা মঞ্চে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির উপর হামলা
  • নওসাদ সিদ্দিকি মঞ্চে বক্তব্য রাখছিলেন
  • তখনই তাঁর উপর আক্রমণ করা হয়

ডিএ-র ধরনা মঞ্চে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির উপর হামলা। নওসাদ সিদ্দিকি মঞ্চে বক্তব্য রাখছিলেন। ঠিক তখন এক ব্যক্তি তাঁর উপর হামলা চালায়। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আক্রমণকারী যুবকের পরিচয় জানা যায়নি। ঘটনায় ক্ষুব্ধ সরকারি কর্মীরা। 

এদিন সকাল থেকে ডিএ-র ধরনা মঞ্চে অনশনে বসেন নওশাদ সিদ্দিকি। সেই অনশন মঞ্চে বক্তব্য রাখছিলেন। বলছিলেন, সরকারি কর্মীদের পাশে আছেন তিনি। থাকবেনও। এই সরকার চক্রান্ত করছে সরকারি কর্মীদের বিরুদ্ধে। ঠিক তখন একজন ব্যক্তি এগিয়ে আসেন ও নওশাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। নওশাদ কথাও বলেন। ঠিক তার পরই সেই ব্যক্তি কাঁধে ধাক্কা দেন নওশাদের। এমনকী তাঁকে আক্রমণের চেষ্টাও করেন। 

সেই সময় সরকারি কর্মীরা এগিয়ে আসেন। সেই আক্রমণকারীকে ধরেন। তবে নওশাদ সিদ্দিকি আক্রমণকারীকে ছেড়ে দিতে বলেন। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। 

আরও পড়ুন :  DA Controversy West Bengal : 'ডিএ সরকারি কর্মীদের বেতনের অবিচ্ছেদ্য অংশ', দাবি সরকারি কর্মীদের

এই ঘটনা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ খোঁজ করছে। আক্রমণকারী ব্যক্তি মঞ্চের সদস্য নন। তিনি কেন এখানে এসেছিলেন তা পরিষ্কার নয়। 

প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মীরা অনশন চালিয়ে যাচ্ছেন। সেই মঞ্চেই অনশনে যোগ দেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqi)। ধরনা মঞ্চে আগেও দেখা গিয়েছে তাঁকে। এবার সরাসরি যোগ দেন অনশনে। শনিবার সরকারি কর্মীদের যৌথ মঞ্চের এই আন্দোলন ৫১ তম দিনে পড়েছে। 

নওশাদ সিদ্দিকি জানিয়েছেন, আন্দোলনকারীদের মধ্যে কেউ এই হামলা করেনি। হতে পারে আন্দোলন বানচাল করার লক্ষ্যে তাঁর উপর হামলা চালানো হয়েছে। 

Advertisement

আন্দোলনকারীরা জানিয়েছেন, ওই ব্যক্তি  বিধায়ককে জিজ্ঞেস করেন, সংখ্যালঘুদের জন্য কী করেছেন?’’ জবাবের অপেক্ষা না করেই বিধায়ককে ধাক্কা দেন ওই যুবক। হামলা করেন। পরে পরিস্থিতি সামলে নিতে এগিয়ে আসেন মঞ্চে উপস্থিত কয়েক জন।

 

Advertisement