নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনার পর থানায় নিয়ে যাওয়া হলে মহিলা সাব-ইন্সপেক্টরের উপর হামলার ঘটনা সামনে এল। দোলের দিন নিউটাউনে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
সূত্রের খবর, শুক্রবার রাতে সেক্টর ফাইভ থেকে নিউটাউনের দিকে আসছিল দুই যুবক। মত্ত অবস্থায় তারা অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি আবাসনের সামনে ধাক্কা মারে গাড়িটি। স্থানীয় বাসিন্দারা গাড়িটির বেপরোয়া গতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। দুর্ঘটনার পর পুলিশ এসে দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
থানায় নিয়ে যাওয়ার পর ডিউটি অফিসার, যিনি সাব-ইন্সপেক্টর পদমর্যাদার এক মহিলা পুলিশকর্মী, অভিযুক্তদের নাম জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় দুই যুবক ওই মহিলা অফিসারের গায়ে হাত দেয়, তাঁকে মারধর করে এবং পোশাক ধরে টানাটানি করে।
এই ঘটনায় পুলিশের ভূমিকা এবং থানার নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্ন উঠেছে। যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের, সেখানে এক মহিলা সাব-ইন্সপেক্টরের উপর হামলার ঘটনা আরও বেশি উদ্বেগজনক। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং কড়া শাস্তির ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
সংবাদদাতা-অরিন্দম ভট্টাচার্য