প্রতীকী ছবি।নিউটাউনে তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠল। পার্টি চলাকালীন মদ্যপান করিয়ে তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতারও করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সাপুরজি আবাসনে শুক্রবার রাতে পার্টি ছিল। অভিযোগ, পার্টিতে ওই তরুণীকে মদ্যপান করিয়ে গণধর্ষণ করা হয়। এরপর শনিবার সকালে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। এই ঘটনায় তিন আইটি কর্মীকে গ্রেফতার করা হয়।
এরপর টেকনোসিটি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। যুবতীর বয়ানের উপর ভিত্তি করে একজনকে এন্টালি ও অপর দু’জনকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, (বিকেল পাঁচটা) নির্যাতিতা যুবতীর বয়ান নেওয়া হচ্ছে। ধৃতরা একই সংস্থায় কর্মরত ছিলেন। তাঁদেরও একই থানায় রাখা হয়েছে।