'দরিদ্র মানুষরা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন', SIR নিয়ে উদ্বেগ অমর্ত্য সেনের

শুক্রবার সল্টলেকের আই বি ব্লকে তাঁরই নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে নোবেলজয়ী অমর্ত্য সেন বলেছেন, আমি এখন SIR নিয়ে চিন্তিত। সুপ্রিম কোর্টও উল্লেখ করেছে যে ভারতীয় গণতন্ত্রের জন্য এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ।

Advertisement
'দরিদ্র মানুষরা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন', SIR নিয়ে উদ্বেগ অমর্ত্য সেনের'দরিদ্র মানুষরা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন', SIR নিয়ে উদ্বেগ অমর্ত্য সেনের
হাইলাইটস
  • নির্বাচন কমিশন (ইসি) বলেছে বিহারে SIR চালাচ্ছে
  • ১ অগাস্ট প্রকাশিত খসড়া তালিকায় ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে

নোবেল জয়ী অমর্ত্য সেন বিহারে ভোটার তালিকার  স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে দিয়েছেন যে এর ফলে বিপুল সংখ্যক দরিদ্র ও প্রান্তিক মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি রয়েছে। অর্থনীতিবিদ বলেছেন যে প্রশাসনিক প্রক্রিয়া এবং পর্যায়ক্রমিক সংশোধন প্রয়োজনীয়, তবে এগুলি মৌলিক অধিকারের মূল্যে আসা উচিত নয়, বিশেষ করে দরিদ্র মানুষের। তিনি এমন একটি আমলাতান্ত্রিক প্রক্রিয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। যা নাগরিকদের কাছ থেকে এমন সব নথিপত্র চাইছেন, যাদের সেই নথিগুলি পাওয়ার অ্যাক্সেস নেই।

শুক্রবার সল্টলেকের আই বি ব্লকে তাঁরই নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে নোবেলজয়ী অমর্ত্য সেন বলেছেন, আমি এখন SIR নিয়ে চিন্তিত। সুপ্রিম কোর্টও উল্লেখ করেছে যে ভারতীয় গণতন্ত্রের জন্য এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি খুশি যে সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে ভারতের জনগণের জন্য কাজ করছে, এমনকী যখন সরকারের প্রতিষ্ঠানগুলি প্রয়োজনীয় কাজ করতে ব্যর্থ হচ্ছে। অনেকের কাছেই কাগজপত্র নেই। অনেকেই ভোট দিতে পারেন না। যদি কিছুটা উন্নতি করার নামে অনেকের ক্ষতি হয়, তাহলে সেটা একটা গুরুতর ভুল হয়ে যায়। আপনি কেবল একটি সংশোধনের জন্য সাতটি নতুন ভুলকে ন্যায্যতা দিতে পারবেন না।। হ্যাঁ, এটা সত্িয যে সময়ে সময়ে বিভিন্ন পদ্ধতিগত কাজ করতে হয়। তবে, তা করার মাধ্যমে, দরিদ্রদের অধিকার পদদলিত করে আরও ভালো ব্যবস্থা তৈরি করা যায় না।'

নির্বাচন কমিশন (ইসি) বলেছে বিহারে SIR চালাচ্ছে। ১ অগাস্ট প্রকাশিত খসড়া তালিকায় ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে। ৬৫ লক্ষ ভোটার বাদ দেওয়ার পরে বিহারে মোট ভোটারের সংখ্যা ৭.২৪ কোটিতে দাঁড়িয়েছে। বিহারে ১ অগাস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এবং ১ সেপ্টেম্বর পর্যন্ত দাবি এবং আপত্তির জন্য সুযোগ থাকবে।

Advertisement

POST A COMMENT
Advertisement