Kolkata House Collapse: টানা বর্ষণে কলকাতায় ভেঙে পড়ল ৩টে বাড়ি, মুচিপাড়ায় আহত ৩

প্রবল বৃষ্টিতে শহর কলকাতায় তিন জায়গায় ভাঙল বাড়ি। রাতে জানবাজারে বাড়ির একাংশ ভেঙে পড়ে। সকালে নারকেলডাঙায়, বেলায় মুচিপাড়ায় পুরনো বাড়ি ভেঙে ৩ জন আহত। বাড়িগুলি আগে থেকেই বসবাসের অযোগ্য বলে চিহ্নিত করেছিল কলকাতা পুরসভা। তা অমান্য করেই বসবাস করছিলেন বাসিন্দারা।

Advertisement
টানা বর্ষণে কলকাতায় ভেঙে পড়ল ৩টে বাড়ি, মুচিপাড়ায় আহত ৩কলকাতায় বাড়ুি ভেঙে পড়ল

প্রবল বৃষ্টিতে শহর কলকাতায় তিন জায়গায় ভাঙল বাড়ি। রাতে জানবাজারে বাড়ির একাংশ ভেঙে পড়ে। সকালে নারকেলডাঙায়, বেলায় মুচিপাড়ায় পুরনো বাড়ি ভেঙে ৩ জন আহত। বাড়িগুলি আগে থেকেই বসবাসের অযোগ্য বলে চিহ্নিত করেছিল কলকাতা পুরসভা। তা অমান্য করেই বসবাস করছিলেন বাসিন্দারা।

মুচিপাড়ায় ভেঙে পড়ে বাড়ি, আহত ৩
বৌবাজারের মুচিপাড়ায় ৮ নং রাজকুমার বসু লেনে বাড়ি ভেঙে ৩ জন গুরুতর আহত। বাড়িটির দেওয়ালে চিড় ধরে যায়। ভাঙা বাড়ির পিলার, ইটের চাঁই পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে। নীচে দাঁড়িয়ে থাকা একটি ম্যাটোডোর পুরো গুঁড়িয়ে যায়। আশেপাশের বাসিন্দারা যাতায়াত করতে পারছেন না। আহত তিনজন কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। বাড়িটি সারাইয়ের কাজ চলছিল। বাড়ি ভেঙে পড়ায় শ্রমিকরাই আহত হন। ভিতরে কেউ আটকে আছে কিনা দেখা হচ্ছে।

জানবাজার ও নারকেলডাঙাতেও ভেঙে পড়ে বাড়ি
জানবাজারে ভেঙে পড়ে বিপজ্জনক বাড়ির একাংশ। আবার নারকেলডাঙাতেও ভেঙে পড়ে পরিত্যক্ত বাড়ি। যদিও দুটি ঘটনাতে কোনও হতাহতের খবর নেই। 

কলকাতা পুরসভার কাছে জানবাজার। স্থানীয়া জানায়, গতকাল রাতে ঘটনাটি ঘটে। জানবাজারে দোতলা বাড়ির ছাদ সহ একাংশ ভেঙে যায়। কলকাতা পুরসভা আগেই পুরনো এই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল। ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। 

অন্যদিকে, আজ ভোরে নারকেলডাঙার রাজেন্দ্রলাল স্ট্রিটেও একটি পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ে। বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। 
 

POST A COMMENT
Advertisement