Road Accident In Maheshtala: মহেশতলায় পথদুর্ঘটনায় ফের মৃত্যু, কিশোরকে পিষল ট্যাঙ্কার, হাত বাদ গেল আরেকজনের

ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। মৃতের নাম জিয়ান খান। আহত আরিয়ান খান নামে এক কিশোরের দুটি হাতই বাদ চলে গিয়েছে বলে দাবি স্থানীয় সূত্রে।

Advertisement
মহেশতলায় পথদুর্ঘটনায় ফের মৃত্যু, কিশোরকে পিষল ট্যাঙ্কার, হাত বাদ গেল আরেকজনেরমহেশতলায় পথদুর্ঘটনায় ফের মৃত্যু, কিশোরকে পিষল ট্যাঙ্কার, হাত বাদ গেল আরেকজনের
হাইলাইটস
  • ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের
  • ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়

ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। মৃতের নাম জিয়ান খান। আহত আরিয়ান খান নামে এক কিশোরের দুটি হাতই বাদ চলে গিয়েছে বলে দাবি স্থানীয় সূত্রে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

জানা গিয়েছে, মহেশতলার চন্দননগর বজবজ ট্রাঙ্ক রোড ২৪৭ নম্বর পিলারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। পেছন থেকে একটি বাইকে ধাক্কা মারে ট্যাঙ্কারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। পিছনে বসা আরেকজন গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হাসপাতালে। জানা যাচ্ছে, তাঁর দুটি হাতই বাদ চলে গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। স্থানীয়রা মৃত কিশোরের দেহ তুলতে বাধা দেয় পুলিশকে। এছাড়াও বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।

POST A COMMENT
Advertisement