একাত্তরের বিজয় দিবসেও 'অপারেশন সিঁদুর' উদযাপন, কলকাতা ও দিল্লিতে স্পেশাল প্ল্যান সেনার

অপারেশন সিঁদুরের সাফল্যকে কেন্দ্র করে দিল্লি ও কলকাতায় জাঁকজমকভাবে পালিত হতে চলেছে বিজয় দিবস ২০২৫। এ বছর বিজয় দিবসের থিম রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানে ভারতের সাফল্য—অপারেশন সিঁদুর।

Advertisement
একাত্তরের বিজয় দিবসেও 'অপারেশন সিঁদুর' উদযাপন, কলকাতা ও দিল্লিতে স্পেশাল প্ল্যান সেনারদিল্লি ও কলকাতায় বিজয় দিবস উদযাপন করবে ভারতীয় সেনা
হাইলাইটস
  • দিল্লি ও কলকাতায় জাঁকজমকভাবে পালিত হতে চলেছে বিজয় দিবস ২০২৫।
  • অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন হবে বিজয় দিবস ২০২৫-এ।
  • বিজয় দিবসের অনুষ্ঠানের সাজসজ্জায় থাকবে অপারেশন সিদুঁরের বিশেষ লোগো।

অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন হবে বিজয় দিবস ২০২৫-এ। অপারেশন সিঁদুরের সাফল্যকে কেন্দ্র করে দিল্লি ও কলকাতায় জাঁকজমকভাবে পালিত হতে চলেছে বিজয় দিবস ২০২৫।  এ বছর বিজয় দিবসের থিম রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানে ভারতের সাফল্য—অপারেশন সিঁদুর।

এই উপলক্ষে দিল্লি ও ইস্টার্ন কমান্ডসহ বিভিন্ন জায়গায় একাধিক বড় অনুষ্ঠান হচ্ছে। বিজয় দিবসের আগের রাতে রাষ্ট্রপতি দিল্লিতে সেনাপ্রধানের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ও বিজয় দিবসের অনুষ্ঠানের সাজসজ্জায় থাকবে অপারেশন সিদুঁরের বিশেষ লোগো। 

সূত্রের দাবি, দিল্লির আর্মি হাউসে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রব্যবস্থার একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। যা ভারতের সামরিক সক্ষমতা ও অপারেশন সিদুঁরের সাফল্যকে তুলে ধরবে।

এছাড়াও, ভারতীয় বিমানবাহিনীও অসমের মোহনবাড়ি এয়ারফোর্স স্টেশনে একটি বিরাট অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এখানে বিমানবাহিনীর প্রধান ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রবীণ সেনারা নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করবেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশের স্বাধীনতার দিনটিকে স্মরণ করে ভারতীয় সেনা প্রতি বছরই ১৬ ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালন করে। ইস্টার্ন কমান্ডের আয়োজিত এই অনুষ্ঠানে প্রতি বছরই বাংলাদেশের একটি প্রতিনিধিদলও যোগ দেয়। এ বছর ১৫ এবং ১৬ ডিসেম্বর ৫৪তম বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। বাংলাদেশ থেকে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল কলকাতায় আসবেন। যার মধ্যে থাকবেন ৮ জন মুক্তিযোদ্ধাও। জানা গিয়েছে, রবিবার (১৪ ডিসেম্বর) কলকাতায় এসে পৌঁছবেন বাংলাদেশের এই প্রতিনিধি দল। ১৫ ডিসেম্বর তারা ইস্টার্ন কমান্ডের মঙ্গল পান্ডে মিলিটারি ট্রেনিং সেন্টার এলাকার ‘মিলিটারি ট্যাটু’-তে অংশ নেবেন। একই দিনে তারা লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন। ১৬ ডিসেম্বর বিজয় স্মারকে মূল অনুষ্ঠান হবে। সেখানে বাংলাদেশি প্রতিনিধি দলটি মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবে।

POST A COMMENT
Advertisement