Kolkata Bus Service: কলকাতায় কয়েক হাজার প্রাইভেট বাস বন্ধ হচ্ছে? বড় নির্দেশ দিল হাইকোর্ট

১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে শহর ও শহরতলির বিভিন্ন রুটে কয়েক হাজার বাস। এই পরিস্থিতিতে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাস মালিকরা।

Advertisement
কলকাতায় কয়েক হাজার প্রাইভেট বাস বন্ধ হচ্ছে? বড় নির্দেশ দিল হাইকোর্টবেসরকারি বাস নিয়ে হাইকোর্টের নির্দেশ-- ফাইল ছবি
হাইলাইটস
  • ১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ বাস নিয়ে নির্দেশ
  • হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বাস মালিক সংগঠনগুলি 
  • নতুন বাস কেনার সামর্থ নেই

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মতো ১৫ বছরের বেশি মেয়াদ উত্তীর্ণ বাস রাস্তায় কি আর নামাতে পারবেন না বাস মালিকরা? পরিবহণ দফতরকে এই ব্যাপারে ভাবনা চিন্তা করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পরিবহণ দফতরের মুখ্য সচিবকে হাইকোর্টের নির্দেশ, ৪ সপ্তাহের মধ্যে পরিবহণ দফতর বিজ্ঞপ্তি পুনর্বিবেচনা করবে।

১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ বাস নিয়ে নির্দেশ

১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে শহর ও শহরতলির বিভিন্ন রুটে কয়েক হাজার বাস। এই পরিস্থিতিতে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাস মালিকরা। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় বিচারপতি রাই চট্টোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিবকে আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তি পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছেন। বাসের মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বাস মালিক সংগঠনগুলি 

সম্প্রতি জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দিয়েছে, ১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ বাস রাস্তায় নামানো যাবে না। সেই নির্দেশ মতো পরিবহণ দফতর বিজ্ঞপ্তি জারি করে বলে হাইকোর্ট সূত্রে খবর। বেসরকারি বাস মালিকদের সংগঠন বৈঠকের পর সিদ্ধান্ত নেয়, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে। ৫০টির বেশি রুটের মালিকরা একযোগে হাইকোর্টের কাছে আবেদন জানায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার। কারণ  COVID-19 পরিস্থিতিতে বিভিন্ন বেসরকারি বাস মালিকরা তাঁদের বাস চালাতে পারেননি। 

নতুন বাস কেনার সামর্থ নেই

দীর্ঘদিন ভাড়া না বৃদ্ধি হওয়ায় ব্যবসায় নাকি মন্দা চলছে। এই পরিস্থিতিতে তাদের বাস কেনার সামর্থও নেই। একইসঙ্গে বাস মালিকের যুক্তি আগের তুলনায় রাস্তায় কম বাস চলে, ফলে দূষণ তেমন হয় না। মামলাকারীদের তরফে বলা হয়, ২৪ নম্বর রুটে প্রায় ৩৯ টি বাস রাজ্যে সরকারের জারি করা নির্দেশিকার ভিত্তিতে এমাসেই বাতিল হতে চলেছে। এরকম আরও একাধিক রুট রয়েছে। অতিমারিতে দু-বছর সেইভাবে বাস চালানো সম্ভব হয়নি। তাই অতিরিক্ত সময় বা মেয়াদ বাড়ানো হোক।

Advertisement

সংবাদদাতা: মানস নস্কর

POST A COMMENT
Advertisement