Padma Hilsa Market Price: বাংলাদেশ থেকে এসেছে ১০ ট্রাক মাছ, আজ থেকেই বাজারে মিলবে পদ্মার ইলিশ

শারদোৎসবের আগে বাংলার ভোজনরসিকদের জন্য সুখবর। বাংলাদেশের পদ্মা নদীর রুপোলি ইলিশ ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছে। আজ থেকেই তা পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে পৌঁছে যাওয়ার কথা। প্রসঙ্গত, আসন্ন দুর্গাপুজোয় এ বছর ১২০০ টন ইলিশ মাছ ভারতে রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

Advertisement
 বাংলাদেশ থেকে এসেছে ১০ ট্রাক মাছ, আজ থেকেই বাজারে মিলবে পদ্মার ইলিশবাজারে হাজির পদ্মার ইলিশ

শারদোৎসবের আগে বাংলার ভোজনরসিকদের জন্য সুখবর। বাংলাদেশের পদ্মা নদীর রুপোলি ইলিশ ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছে। আজ থেকেই তা পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে পৌঁছে যাওয়ার কথা। প্রসঙ্গত, আসন্ন দুর্গাপুজোয় এ বছর ১২০০ টন ইলিশ মাছ ভারতে রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

জানা যাচ্ছে বাংলাদেশ থেকে ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান বুধবারই ভারতের পেট্রাপোলে পৌঁছয়। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যান্ড স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী এ কথা জানান। বুধবার এই মরসুমে ইলিশের প্রথম চালানটি পেট্রাপোল সীমান্তে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান ও ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) সাবরিন চৌধুরী। বাংলাদেশ সরকার এ বছর ৩৭টি প্রতিষ্ঠানকে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহেই কলকাতা ও পাশের জেলার বাজারগুলোতে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে বলে মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে।

ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বুধবার থেকে ধাপে ধাপে বাংলাদেশ থেকে ইলিশ ভারতে আসছে। বুধবার বাংলাদেশ থেকে ১০টি গাড়ি কলকাতায় এসে পৌঁছেছে। ১০টি গাড়িতে মোট ৫০ মেট্রিক টন ইলিশ রয়েছে। সব মিলিয়ে ১২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতে আসার কথা। মৎস্য দফতর সূত্রে খবর, বাংলাদেশ থেকে ইলিশবোঝাই গাড়ি বৃহস্পতিবার ভোরে  আনা হবে হাওড়ার পাইকারি মাছের বাজারে। সেখানে নিলাম হবে। সেই নিলামে অংশ নিতে আসবেন কলকাতা-সহ শহরতলির মৎস্য ব্যবসায়ীরা। তাঁরা নিলামে পদ্মার ইলিশ কিনে নিয়ে গিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই নিজ নিজ বাজারে বিক্রি করতে পারবেন। মৎস্য দফতরের অনুমান, বৃহস্পতিবার ইলিশ কেজি পিছু ১৫০০ থেকে ১৭০০ টাকা দরে বিক্রি হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে নিলামে ইলিশের কত দর ওঠে তার উপর। 

বিক্রেতাদের মতে, পশ্চিমবঙ্গের খুচরো বাজারে বাংলাদেশের ইলিশের দাম পড়বে দুই হাজার টাকার ওপরে। এদিকে আগামী সপ্তাহে কলকাতায় শুরু হয়ে যাবে দুর্গোৎসব। সেই সময় জলের রুপোলি ফসলের মূল্য আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ফলে মধ্যবিত্ত বাঙালির ‘ইলিশ বিলাসিতা’ মেটার আশা কম।

Advertisement

এদিকে শর্ত অনুযায়ী ৫ অক্টোবরের মধ্যে অনুমোদিত পরিমাণের পুরো ১ হাজার ২০০ টন ইলিশ আমদানি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। তাঁর বক্তব্য, কয়েক বছর ধরে রফতানির জন্য বাংলাদেশ সরকার এত কম সময় ধার্য করছে যে অনুমোদন পাওয়া ইলিশ পুরোপুরি আমদানি করা সম্ভব হয়নি। আনোয়ার মাকসুদ আশঙ্কা প্রকাশ করেছেন, এ বছরও এত অল্প সময়ের মধ্যে পুরো ১ হাজার ২০০ টন ইলিশ আমদানি করা কিছুতেই সম্ভব হবে না। ইলিশ রফতানির কম দিন ধার্য করা হয়েছে।

POST A COMMENT
Advertisement