Metro Park Street: ক্রিসমাসে পার্কস্ট্রিট থেকে নিশ্চিন্তে বাড়ি ফিরুন, বাড়ানো হল শেষ মেট্রোর টাইম

বড়দিনে পার্কস্ট্রিটে উপচে পড়ে ভিড়। ২৫ ডিসেম্বর পার্কস্ট্রিটে পৌঁছাতে এবং সেখান থেকে ফিরতে মেট্রোই অনেকের ভরসা। এক নজরে দেখে নিন পার্কস্ট্রিট থেকে মেট্রোয় ফিরতে হলে, ক'টার মধ্যে ধরতে হবে।

Advertisement
ক্রিসমাসে পার্কস্ট্রিট থেকে নিশ্চিন্তে বাড়ি ফিরুন, বাড়ানো হল শেষ মেট্রোর টাইমপার্ক স্ট্রিটে বড়দিনে যাচ্ছেন? জেনে নিন শেষ মেট্রো কখন।

বড়দিনে পার্কস্ট্রিটে উপচে পড়ে ভিড়। ২৫ ডিসেম্বর পার্কস্ট্রিটে পৌঁছাতে এবং সেখান থেকে ফিরতে মেট্রোই অনেকের ভরসা। সেকথা মাথায় রেখেই ক্রিসমাসের জন্য নতুন প্রেস বিজ্ঞপ্তি প্রকাস করল কলকাতা মেট্রো। এক নজরে দেখে নিন পার্কস্ট্রিট থেকে মেট্রোয় ফিরতে হলে, ক'টার মধ্যে ধরতে হবে:

ব্লু লাইন

২৫.১২.২০২৪-এ কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো রাত ১১টায়(23:00) ছাড়বে৷ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো রাত ১০টা ৫৩ মিনিটে(22:53) ছাড়বে৷

যাত্রীদের সুবিধার জন্য ২৫ ডিসেম্বর দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি ৭ মিনিট অন্তর মেট্রো চলবে।

সেই দিন ব্লু লাইনে মেট্রো পরিষেবা সকাল ৬টা ৫০ থেকে শুরু হবে। মোট ২২৪টি মেট্রো চলবে (১১২টি UP এবং ১১২টি DN)৷

শেষ মেট্রো:
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত- রাত ১০:৫৩ (৯.২২-এর পরিবর্তে)
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত- রাত ১০:৪৯ (৯.৩০-এর পরিবর্তে)
কবি সুভাষ থেকে দম দম পর্যন্ত- রাত১১:০০ টা (৯.৪০-এর পরিবর্তে)

ব্লু লাইনে রাত ১০:৪০-এর যে স্পেশাল রাতের মেট্রো থাকে, সেটা বড়দিনের দিন থাকছে না।

গ্রীন লাইন-১
সকাল ৬ টা ৫৫ থেকে ৯০টি মেট্রো (৪৫টি UP এবং ৪৫টি DN) চলবে৷ ২০ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। রাত ৯টা ৪০ পর্যন্ত পাবেন।

শেষ মেট্রো:
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত - রাত ৯:৩৫-এ(কোনও পরিবর্তন নেই)
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত - রাত ৯:৪০-এ (কোনও পরিবর্তন নেই)

ওইদিন গ্রিন লাইন-২, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে অন্য দিনের মতোই সাধারণ পরিষেবা চলবে।

POST A COMMENT
Advertisement