scorecardresearch
 
 

Partial Lockdown : বাংলায় শর্তসাপেক্ষে খুলছে শপিং মল-বার-হবে শ্যুটিং, এক নজরে...

আংশিক লকডাউনের নতুন বিধি চালু করল রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতিতে নয়া বিধির ব্য়াপারে ঘোষণা করা হয়। ট্রেন, মেট্রো, বাস বন্ধই থাকছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
 • আংশিক লকডাউনের নতুন বিধি চালু করল রাজ্য সরকার
 • সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতিতে নয়া বিধির ব্য়াপারে ঘোষণা করা হয়
 • ট্রেন, মেট্রো, বাস বন্ধই থাকছে

আংশিক লকডাউনের নতুন বিধি চালু করল রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতিতে নয়া বিধির ব্য়াপারে ঘোষণা করা হয়। ট্রেন, মেট্রো, বাস বন্ধই থাকছে। ১৬ জুন থেকে নতুন নিয়ম চালু হবে। 

রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী এ ব্যাপারে জানান। ১ জুলাই পর্যন্ত নয়া বিধিনিষেধ কার্যকর হবে। দেখে নেওয়া যাক কী খুলছে, আর কী বন্ধ থাকছে-

 • রাজ্যের সব সরকারি অফিসের ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে, সিদ্ধান্ত সরকারের। সাধারণ অফিসের কাজের সময়ে সেখানে কাজ হবে। এতদিন জরুরি পরিষেবার অফিস খোলা ছিল।
 • ই-পাসের জন্য আবেদন করা যাবে। অ্যাপ ব্যবহার করে ই-পাস নিতে পারেন। কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে আলোচনা করা হচ্ছে।
 • প্রাইভেট, কর্পোরেট  অফিস সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা যাবে। তবে ২৫ শতাংশের বেশি কর্মী নয়।
 • তথ্যপ্রযুক্তি, উৎপাদন শিল্পের পরিবহণের জন্য ই-পাস পাওয়া যাবে।
 • উদ্যানে প্রার্তভ্রমণ, ব্যায়ামের জন্য সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে টিকাকরণ করা থাকতে হবে। দু'টি ডোজই নিতে হবে।
 • খুচরো, বাজারহাট, দোকান সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত। এর মধ্যে সবজি, দুধ, ডিম, মাংসের দোকান পড়ছে।
 • অন্যান্য দোকান খোলা থাকবে সকালে ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
 • রেস্তোরাঁ, হোটেল, বার বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যেতে পারে। ৫০ শতাংশ উপস্থিতি।
 • শপিং মলে খুচরো দোকান ১১টা থেকে ৬টা পর্যন্ত। কর্মী ২৫ শতাংশের বেশি থাকতে পারবেন না। সেইসঙ্গে সেখানে ৩০ শতাংশের বেশি গ্রাহক বা ক্রেতাকে ঢোকানো যাবে না।
 • চায়ের নিলাম শুরু করা যেতে পারে। সেখানে ২৫ শতাংশের বেশি কর্মী থাকবেন না।
 • স্টেডিয়ামে, ক্লাবে খেলা চলতে পারে। তবে কোনও দর্শক থাকবে না।
 • ইন্ডোর-আউটডোর শুটিং এবং সেই সংক্রান্ত কাজ করা যেতে পারে। তবে কোনও ইউনিটে ৫০ শতাংশের বেশি উপস্থিতি থাকলে চলবে না। টিকা নেওয়া থাকতে হবে। মাস্ক বাধ্যতামূলক।

তবে স্কুল, কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ট্রেন, মেট্রো, বাস বন্ধ। তবে স্টাফ স্পেশাল ট্রেন চলবে। এবং জরুরি পরিষেবার জন্য যানবাহন চালানোর অনুমিত থাকছে।