Patuli Bomb Blast: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে জখম ছাত্র, পাটুলিতে রক্তারক্তি-কাণ্ড

শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ পাটুলি থানার অনতিদূরে একটি মাঠে বিস্ফোরণ হয়। ওই মাঠে বোমা পড়েছিল। স্কুল ছুটি থাকায় মাঠে খেলতে গিয়েছিল নবম শ্রেণির এক ছাত্র।

Advertisement
বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে জখম ছাত্র, পাটুলিতে রক্তারক্তি-কাণ্ডপাটুলির খবর
হাইলাইটস
  • পাটুলিতে বোমা বিস্ফোরণ।
  • গুরুতর জখম কিশোর।

আবারও বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে দুর্ঘটনা! কালীপুজোর আবহে বোমা বিস্ফোরণ হল পাটুলি থানার কাছেই! রক্তাক্ত হয়ে জখম এক কিশোর। তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ পাটুলি থানার অনতিদূরে একটি মাঠে বিস্ফোরণ হয়। ওই মাঠে বোমা পড়েছিল। স্কুল ছুটি থাকায় মাঠে খেলতে গিয়েছিল নবম শ্রেণির এক ছাত্র। বোমাটি দেখে বল ভেঙে খেলতে যায় সে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ। রক্তাক্ত হয় ওই কিশোর। 

এক প্রত্যক্ষদর্শী জানান,'সাড়ে ১১টা নাগাদ বিস্ফোরণ ঘটে। সেই সময় আমরা মাঠের দিকে আড্ডা দিতে যাচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দ পাই। দৌড়ে গিয়ে দেখি ছেলেটার নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে। ওর চোখে-মুখে জল দিচ্ছে কয়েক জন। ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়'।

এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে রাজ্যে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কারা মাঠে রেখে গেল বোমা। ঘটনার তদন্তে নেমেছে পাটুলি থানার পুলিশ। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা যায়নি, কে বা কারা ওই বোমা রেখে গিয়েছিল।

গত মাসে মালদায় একই ঘটনা

গত মাসে মালদায় একই ঘটনা ঘটেছিল। মালদার ইংরেজবাজারের ২৩ নম্বর ওয়ার্ডের বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয় ৬ বছরের এক শিশু। শরীরের অনেকাংশ পুড়ে গিয়েছিল ওই শিশুর। ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজে। সেটি ২২ অক্টোবরের ঘটনা। বাড়ির সামনেই খেলছিল ৬ বছরের বান্টিকুমার মাহাতো। সুতোর বাঁধা বলের মতো কিছু একটা দেখতে পায়। সে ভাবে বল। আসলে ওঠা ছিল বোমা। সাত-পাঁচ না ভেবে খেলতে শুরু করে বান্টি। বিকট বিস্ফোরণ। তারপরই দেখা যায়, মাটিতে কাতরাচ্ছে বান্টি। শরীরের অনেকটা অংশে চামড়া উঠে গিয়ে ঝুলছে। পুড়ে গিয়েছে। তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজে। 

Advertisement

POST A COMMENT
Advertisement