PM Modi: পুজোর মুখে কলকাতায় মোদী, দু'দিন যান চলাচলে কড়া বিধিনিষেধ জারি লালবাজারের

দুর্গাপুজোর আগে ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ সেপ্টেম্বর তিনি ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের সদর দফতরে ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই সফরকে কেন্দ্র করে শহরে দুই দিন জুড়ে কঠোর ট্রাফিক বিধিনিষেধ আরোপ করেছে লালবাজার।

Advertisement
পুজোর মুখে কলকাতায় মোদী, দু'দিন যান চলাচলে কড়া বিধিনিষেধ জারি লালবাজারের
হাইলাইটস
  • দুর্গাপুজোর আগে ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • ১৫ সেপ্টেম্বর তিনি ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের সদর দফতরে ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

দুর্গাপুজোর আগে ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ সেপ্টেম্বর তিনি ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের সদর দফতরে ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই সফরকে কেন্দ্র করে শহরে দুই দিন জুড়ে কঠোর ট্রাফিক বিধিনিষেধ আরোপ করেছে লালবাজার।

পুলিশ কমিশনার মনোজ ভার্মার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ও ১৫ সেপ্টেম্বর শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ১৪ সেপ্টেম্বর দুপুর ৩:৩০ থেকে রাত ৮টা এবং ১৫ সেপ্টেম্বর সকাল ৭:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ভারী যান চলাচলেও নিষেধাজ্ঞা জারি থাকবে। পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা আরও বাড়ানো যেতে পারে।

বিধিনিষেধের বিস্তারিত:
১৪ সেপ্টেম্বর: রাজভবন দক্ষিণ গেট থেকে আরআর অ্যাভিনিউ–রেড রোড-জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে মা উড়ালপুল পর্যন্ত, এবং এজিসি বোস উড়ালপুল থেকে হাসপাতাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্ত পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

১৫ সেপ্টেম্বর: রাজভবন দক্ষিণ গেট থেকে আরআর অ্যাভিনিউ–রেড রোড-জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে ফোর্ট উইলিয়াম পূর্ব গেট এবং খিদিরপুর রোড পর্যন্ত ভারী যান প্রবেশ করতে পারবে না।

এছাড়া ১৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত রাজভবনের আশপাশের রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।

১৪ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট থেকে বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত একাধিক রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরের দিন শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল পরিবর্তিত হতে পারে। বিকল্প রাস্তার ব্যবস্থা রাখা হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে।

উল্লেখ্য, ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে তিন দিনের কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

 

TAGS:
POST A COMMENT
Advertisement