আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুললেন মোদী, ক্ষতিপূরণ ঘোষণাও করলেন।-ফাইল ছবিআনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক্স-এ এক বার্তায় তিনি জানান, 'আনন্দপুরে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'
প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেন, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, অগ্নিকাণ্ডে আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে।
The recent fire mishap in Anandapur, West Bengal is very tragic and saddening. My condolences to those who have lost their loved ones. I pray that those injured recover at the earliest.
— PMO India (@PMOIndia) January 30, 2026
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The…
সূত্রের খবর, আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের চার দিন কেটে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ২৭ জন। শুক্রবার পর্যন্ত ঘটনাস্থল থেকে মোট ২১টি দেহাংশ উদ্ধার করা হয়েছে। তবে প্রকৃত মৃতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। উদ্ধার হওয়া দেহাংশগুলি কাদের, তা শনাক্ত করা যায়নি। সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, আনন্দপুরের ঘটনায় ২৭ জনের নামে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। উদ্ধার হওয়া ২১টি দেহাংশের পরিচয় নির্ধারণের জন্য সেগুলি কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল)-এ পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার পরেই নিহতদের সঠিক পরিচয় জানা যাবে। দ্রুত পরীক্ষা সম্পন্ন করার জন্য বারুইপুর পুলিশ জেলার সুপার নিজেও সিএফএসএল-এ যান।
অন্য দিকে, শুক্রবারও ঘটনাস্থলে তল্লাশি অভিযান অব্যাহত ছিল। ডেকরেটার্সের গুদামের টিনের শেড উপড়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে, আরও কোনও দেহাংশ উদ্ধার করা যায় কি না, সেই চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।