আজ, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তিনি ৭৫ বছর পূর্ণ করলেন। এই বিশেষ দিনটিতে কলকাতার ইন্ডিয়ান মিউজ়িয়ামে শুরু হচ্ছে তাঁর জীবন ও কর্মযাত্রাকে কেন্দ্র করে এক বিশেষ প্রদর্শনী। মহালয়া পর্যন্ত চলতে থাকা এই প্রদর্শনীতে তুলে ধরা হবে মোদীর রাজনৈতিক, সাংগঠনিক ও প্রশাসনিক পথচলার বিভিন্ন অধ্যায়।
শৈশবে আরএসএস-এর সঙ্গে যুক্ত হয়ে শুরু হয়েছিল নরেন্দ্র মোদীর সংগঠন-জীবন। মাত্র আট বছর বয়সে সঙ্ঘের সদস্য হন তিনি। তার ২৭ বছর পরে তাঁকে বিজেপিতে পাঠায় আরএসএস। এরপর দীর্ঘ ১৬ বছর শুধুই সাংগঠনিক দায়িত্ব সামলান মোদী। ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রশাসনিক যাত্রাপথ শুরু হয়। পরে ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হন। টানা ২৪ বছর ধরে প্রশাসনিক নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
প্রদর্শনী আয়োজকরা জানিয়েছেন, সংগঠন থেকে প্রশাসন-মোদীর দীর্ঘ যাত্রাপথ এবং জনজীবনে তাঁর অবদানকে জনসাধারণের সামনে তুলে ধরা এই আয়োজনের মূল লক্ষ্য। এ বছর দেশের ২৩টি শহরে মোদীর জীবন ও কর্মযাত্রা নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। তবে কলকাতায় এই প্রদর্শনী প্রথমবারের মতো এত বড় আকারে সাজানো হয়েছে।
জাদুঘরের দুটি তলা এবং চত্বর জুড়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি। উদ্বোধন করেন রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য। বিজেপি সূত্রে খবর, প্রদর্শনীতে থাকছে বিরল আলোকচিত্র, ডকুমেন্টারি এবং মোদীর রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের নানা দিক তুলে ধরা তথ্য। পাশাপাশি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত দর্শনার্থীরা প্রদর্শনী দেখতে পারবেন। প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, মোদী নিজের জন্মদিন উদ্যাপনের পরিবর্তে ‘সেবাপক্ষ’ পালনে গুরুত্ব দেন। তবে এবারের জন্মদিন তাঁর জীবনের একটি বিশেষ মাইলফলক হওয়ায় প্রদর্শনীর আয়োজন আলাদা মাত্রা পেয়েছে। আয়োজকদের আশা, এই প্রদর্শনী শুধু রাজনীতিবিদদের কাছেই নয়, সাধারণ দর্শনার্থীদের কাছেও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে।