PM Narendra Modi: কিছুক্ষণের মধ্যেই ফোর্ট উইলিয়াম পৌঁছবেন মোদী, দিনভর কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর?

এবার কোনও রাজনৈতিক সভা নয়, সম্পূর্ণ সরকারি অনুষ্ঠানে যোগা দিতে কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সঙ্গে রাজনাথ সিং এবং অজিত ডোভাল। আজ দিনভর কী কী কর্মসূচি রয়েছে তাঁর।

Advertisement
কিছুক্ষণের মধ্যেই ফোর্ট উইলিয়াম পৌঁছবেন মোদী, দিনভর কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর? কলকাতায় মোদী
হাইলাইটস
  • কলকাতায় আজ সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
  • ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে থাকবেন রাজনাথ সিং এবং অজিত ডোভাল
  • সারাদিন কী কী কর্মসূচি রয়েছে মোদীর?

রবিবার সন্ধ্যাতেই কলকাতায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রোটোকল অনুযায়ী, রাত্রিবাস করেন রাজভবনে। সোমবার তাঁর বিশেষ কর্মসূচি রয়েছে। যোগ দেবেন 'যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫'-এ। কলকাতার বিজয় দূর্গ অর্থাৎ ফোর্ট উইলিয়ামে হবে এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর সঙ্গেই এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং CDS অনিল চৌহান। এছাড়াও অনুষ্ঠানে থাকবেন তিন বাহিনীর প্রধান এবং উচ্চপদস্থ কর্তারা। 

‘যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’-এ মূলত ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধি, প্রযুক্তিগত অধুনিকীকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে মতামত বিনিময় করবেন প্রধানমন্ত্রী। 

আসন্ন বাংলার বিধানসভা নির্বাচন। তার আগে নরেন্দ্র মোদীর বাংলা সফর ঘিরে বরাবরই উত্তেজনা থাকে তুঙ্গে। যদিও প্রধানমন্ত্রীর এবারের সফর সরকারি, তা সত্ত্বেও উৎসাহ রয়েছে BJP নেতা-কর্মীদের মধ্যে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রবিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরের বাইরে ঢাক-ঢোল নিয়ে উপস্থিত হন তারা। গাড়ির বাইরে দাঁড়িয়ে হাত নেড়ে সকলকে অভিবাদন জানান মোদীও। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগেই শহরে এসে উপস্থিত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি রাত্রিবাস করেছেন ফোর্ট উইলিয়ামেই। 

২০২৫ সালে এই নিয়ে চতুর্থবার বঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবারের কর্মসূচি রাজনৈতিক নয়। ফলে তৃণমূলকে আক্রমণ কিংবা বাংলার মানুষের জন্য প্রতিশ্রুতির ফোয়ারা শোনা যাবে না তাঁর থেকে। বদলে সম্পূর্ণ সরকারি একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দিনভর কী কী কর্মসূচি রয়েছে তাঁর? 

সকাল ৯টা ২৫ মিনিট: রাজভবন থেকে ফোর্ট উইলিয়ামের দিকে রওনা দেবেন প্রধানমন্ত্রী। 
সকাল ৯টা ৩০ মিনিট: ফোর্ট উইলিয়াম অর্থাৎ বিজয় দূর্গের অনুষ্ঠানস্থলে পৌঁছবেন।
সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা: কম্বাইনড কমান্ডার্স কনফারেন্সে যোগ দেবেন।
দুপুর ১টা: ফোর্ট উইলিয়াম থেকে কলকাতা হেলিপ্যাডের উদ্দেশে রওনা দেবেন।  
দুপুর ১টা ১০ মিনিট: কলকাতা হেলিপ্যাডে পৌঁছবেন।
দুপুর ১টা ১৫ মিনিট: MI-17 হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরের দিকে রওনা দেবেন। 
দুপুর ১টা ৩৫ মিনিট: কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। 
দুপুর ১টা ৪০ মিনিট: IAF BBJ বিমানে বিহারের পূর্ণিয়া বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement