
নৈসর্গিক বৈসরন ভ্যালিতে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় পর্যটকদের। পহেলগাঁওয়র জঙ্গি হানায় মৃত্যু হয় ২৬ জন সাধারণ মানুষের। যে ঘটনা নাড়িয়ে দেয় গোটা দেশ। এই হামলার প্রতিশোধ নিতে সেনাবাহিনীর অপারেশন সিঁদুর অভিযান। সেই ‘অপারেশন সিঁদুর কেই এবার থিম হিসেবে তৈরি করেছে সন্তোষ মিত্র স্কোয়্যার। গত শুক্রবারই যে পুজোর উদ্বোধন করে গেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর উদ্বোধনের পর থেকেই জনজোয়ার শুরু হয়েছে। তারমধ্যেই বিস্ফোরক দাবি করে সোশ্যালে পোস্ট করলেন পুজোর উদ্যোক্তা সজল ঘোষ।
প্রসঙ্গত, কলকাতার অন্যতম বড় দুর্গাপুজো হিসেবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়্যার। ‘রাম মন্দির’-এর পর এবার অপারেশন সিঁদুর থিম করে সেনাকে স্যালুট জানাচ্ছে এই পুজো। AI ভিডিয়োর মাধ্যমে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার ছবি ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে। এদিকে পুজো উদ্বোধনের পরেই বিজেপি কাউন্সিলর তথা পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত। জনমতই একমাত্র পথ।' ফলে পুজোকে নিয়ে এবার তৈরি হয়েছে রাজনৈতিক শোরগোল।
বিজেপি নেতার অভিযোগ, চক্রান্ত করে সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। তার পিছনে পুলিশ ও রাজনৈতিক নেতারা রয়েছেন বলেই অভিযোগ করেছেন তিনি। ফেসবুক পোস্টেও সেটাই লিখেছেন। যেভাবে শিয়ালদহ স্টেশন চত্বর জুড়ে পুলিশ যত্রতত্র ব্যারিকেড করে দিয়েছে, আর সেটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সজল ঘোষের বক্তব্য, 'যত্র তত্র পুলিশ ব্যারিকেড করে দিয়েছে,মানুষ যেন মণ্ডপে পৌঁছতে না পারেন,মানুষ শিয়ালদহ স্টেশন অবধি যেতে পারছেন না, অলি গলিতে সর্বত্র ব্যারিকেড, এই পুলিশি জুলুমের মুখে কতক্ষণ পূজো চালাতে পারব জানিনা। আরও কিছু পুলিশি নোটিশ আসার অপেক্ষায় আছি। পাশে থাকুন।জনমত একমাত্র পথ।'
সজল ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন, 'পুরো এলাকা ব্যারিকেড করে দিয়েছে। মাঠের গেট পর্যন্ত গাড়ি চলে আসছিল। সাংবাদিকরাও ঢুকতে পারবে না। শিয়ালদহের কোনও জায়গা থেকে লোক আসতে পারছে না। যাঁরা ব্যারিকেড গলে বেরিয়ে আসছেন, তাঁরাই কেবল ঢুকতে পারছেন। ওরা বন্ধ করবে না, ওরা ফোর্স করবে, যাতে বন্ধ হয়ে যায়।'
প্রসঙ্গত, সন্তোষ মিত্র স্কোয়্যার পুজো মণ্ডপে পৌঁছলেই এবার আপনার মনে পড়বে কয়েক মাস আগে পহেলগাঁওয়ের সেই নৃশংস ঘটনা। সন্তোষ মিত্র স্কোয়্যারে দুর্গাপুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এই পুজো মণ্ডপ শিয়ালদা স্টেশন থেকে হেঁটে কয়েক মিনিট। প্রতি বছর দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে এখানে। এর আগে ২০২৩ সালে এই পুজো মণ্ডপের থিম ছিল রামমন্দির। সেবছরও পুজো মণ্ডপ উদ্বোধনে এসেছিলেন অমিত শাহ।