এবার বিজেপির অন্দরে বেসুরো উত্তরপাড়ার প্রার্থী প্রবীর ঘোষাল। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তাকে প্রার্থীও করেছিল গেরুয়া শিবির। কিন্তু নির্বাচনে হেরে যান। এদিন প্রবীর ঘোষাল আক্ষেপের সুরে বলে ভোটে হারার পরে বিজেপির প্রথম সারির নেতাদের মধ্যে কেউই যোগাযোগ রাখেননি।
মুকুল রায়ের স্ত্রীকে হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখতে যাওয়া নিয়ে প্রবীর ঘোষাল বলেন, মুকুল রায়ের স্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর স্ত্রীকে দেখতে যাওয়ার পরে দিলীপ ঘোষ গেলেন। তারপরে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য তার আগেই খোঁজ নিয়েছেন। অবশ্য শুভেন্দু অধিকারি, রাজীব বন্দ্যোপাধ্যায় আমার অনেক বার করে খোঁজখবর নিয়েছেন। কিন্তু যারা আদি বিজেপি তাদের তরফ থেকে আমার সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি মুকুল রায় স্ত্রী ক্ষেত্রেও তাই হল।
তিনি আরও বলেন, এই মুহূর্তে আমি সামাজিক কাজ করছি। প্রথম লকডাউনে আমি ঝাঁপিয়ে পড়ে কাজ করেছিলাম। কিছু সোশ্যাল ক্লাব কাজ করছে এখনো আমি খুবই কম সাহায্য করছি। ৬ মাস আগে বিধায়ক হিসেবে যে কাজ করেছিলাম সেভাবে আমি এখনো নেই। আমার বলতে খারাপ লাগছে খানিকটা অভিমানও হচ্ছে আমার। মাতৃবিয়োগে রে কয়েক ঘন্টার মধ্যেই আমি দেখেছি এই এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক কাঞ্চন মল্লিক আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সহানুভূতি জানিয়েছেন সমবেদনা জানিয়েছেন শোক জানিয়েছেন। উত্তর পাড়া অঞ্চলের তৃণমূলের কর্মকর্তারা আমার বাড়িতে পর্যন্ত এসেছেন। এমনকি মুখ্যমন্ত্রীও আমাকে শোক বার্তা পাঠিয়েছেন। তবে বিজেপির এলাকার কিছু নেতৃত্বেই শুধুমাত্র এসেছেন। রাজ্য পর্যায়ের নেতা আমার সঙ্গে কোন যোগাযোগ রাখে নি। তাতে কিছুটা অভিমান আছে। তবে গতকাল রাজ্য সভাপতির বৈঠকে যায়নি। কারন আমি মা যাওয়া মতো মানসিক অবস্থা নেই আমি সেটা দিলীপ বাবুকে জানিয়েছি। তবে ব্যক্তিগত ব্যাপার ছাড়াও আমার বক্তব্য এইভাবে পরাজয়ের জন্য রাজনৈতিক পর্যালোচনা আগে প্রয়োজন। এখনই সক্রিয় রাজনীতিতে নামেনি দল পরিবর্তনের কোথাও কোনো চিন্তাভাবনা করিনি। মানুষের রায় মাথা পেতে নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ সমর্থন জানিয়েছে এবং বিজেপির আশানুরূপ ফল হয়নি কেন সেটা পর্যালোচনা অবশ্যই প্রয়োজন আগে আমার ব্যক্তিগত চিন্তাভাবনা এখনই কিছু করছি না। বিজেপির হারের বিশ্লেষণের কারণ অবশ্যই জানাবো দলে।