
যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন রাষ্ট্রপতিবৃহস্পতিবার গার্ডেনরিচে 'আইএনএস বিন্ধ্যাগিরি'র(INS Vindhyagiri) সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (GRSE) ফেসিলিটি থেকে নতুন যুদ্ধজাহাজ 'আইএনএস বিন্ধ্যাগিরি'র সূচনা করেন তিনি।
বৃহস্পতিবার সকালে ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেটের উদ্বোধন করতে কলকাতায় এসে পৌঁছান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
কর্ণাটকের পর্বতশ্রেণীর নামানুসারে এই যুদ্ধজাহাজের নামকরণ করা হয়েছে। প্রোজেক্ট 17A ফ্রিগেটসের ষষ্ঠ জাহাজ 'আইএনএস বিন্ধ্যাগিরি'।
আইএনএস বিন্ধ্যাগিরিতে অত্যাধুনিক গ্যাজেটের সম্ভার রয়েছে। ভারতীয় নৌবাহিনীর কাছে এই যুদ্ধজাহাজ হস্তান্তর করার আগে ব্যাপক হারে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। এই বিষয়ে ওয়াকিবহাল আধিকারিকরা এমনটাই জানিয়েছেন।

P17A জাহাজে গাইডেড মিসাইল ফ্রিগেট রয়েছে। এর প্রতিটি ১৪৯ মিটার দীর্ঘ। প্রায় ৬,৬৭০ টন। ২৮ নট গতি রয়েছে। এমনটাই জানিয়েছেন GRSE-র এক আধিকারিক।
যুদ্ধজাহাজগুলিতে অত্যাধুনিক স্টেলথ ফিচার্স রয়েছে। উন্নত মানের আধুনিক অস্ত্র এবং সেন্সরে সজ্জিত এই জাহাজ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, 'আইএনএস বিন্ধ্যাগিরি' বায়ু, সমুদ্রপৃষ্ঠ এবং এমনকি সাবমেরিন হামলাকে সহজেই রুখে দিতে সক্ষম।
প্রতিরক্ষা PSU GRSE ভারতীয় নৌবাহিনীর জন্য এই তিনটি জাহাজ তৈরি করেছে। এর মধ্যে আইএনএস বিন্ধ্যগিরিই সর্বশেষ। এই প্রকল্পের প্রথম পাঁচটি জাহাজ ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে চালু হয়েছিল।
গত বছর রাষ্ট্রপতি হওয়ার পর থেকে এটি পশ্চিমবঙ্গে দ্রৌপদী মুর্মুর দ্বিতীয় সফর।
বর্তমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ সফরে এসেছেন। এদিন তিনি রাজভবনে ব্রহ্মা কুমারীদের আয়োজিত 'নেশা মুক্ত ভারত অভিযান'-এর অধীনে 'মাই বেঙ্গল, আসক্তি মুক্ত বাংলা' প্রচারাভিযানেরও সূচনা করবেন।