Weather Update: বৃষ্টি কমতেই ফিরছে গলদঘর্ম অবস্থা, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

আপাতত বৃষ্টিতে বিরাম। তবে বদলে শুরু হল গলদঘর্ম অবস্থা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট...

Advertisement
বৃষ্টি কমতেই ফিরছে গলদঘর্ম অবস্থা, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়ার খবর
হাইলাইটস
  • বৃষ্টিতে বিরাম পড়ল দক্ষিণবঙ্গে
  • আপাতত বাড়বে তাপমাত্রা
  • কলকাতায় গলদঘর্ম অবস্থা ফিরবে

আপাতত বৃষ্টিতে বিরাম পড়ল দক্ষিণবঙ্গে। রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নতুন করে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। বাড়বে জলীয় বাষ্পের দাপটও। ফলে গলদঘর্ম অবস্থা ফিরতে চলেছে দক্ষিণবঙ্গবাসীর জন্য। 

চলতি বর্ষার মরশুমে এই প্রথম দক্ষিণবঙ্গে বিরতি নিল বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গেও ধীরে ধীরে কমবে বৃষ্টি।

কলকাতায় বাড়বে অস্বস্তি
শুক্রবার দিনভর মেঘলা থাকবে আকাশ। শহরবাসী ফের একবার অস্বস্তিকর আবহাওয়ার শিকার হবেন। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা গড়ে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন?
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম। 

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?
শুক্রবার বিক্ষিপ্ত ভাবে উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এ ছাড়াও ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও কোচবিহারে। সোমবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কমবে উত্তরবঙ্গে।

 

POST A COMMENT
Advertisement