Rainfall Forecast: রবি সন্ধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, কতদিন চলবে?

সকাল থেকেই আকাশ মেঘলা। উধাও অসহনীয় গরম। রবিবারও ফের বৃষ্টিতে ভিজবে মহানগর। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে উইকএন্ডেই মনোরম আবহাওয়া শেষ হচ্ছে না। সপ্তাহব্যাপী বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট...

Advertisement
রবি সন্ধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, কতদিন চলবে?Rainfall Forecast
হাইলাইটস
  • কলকাতায় রবি সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস
  • খানিকটা হলেও উধাও হয়েছে ভ্যাপসা গরম
  • সপ্তাহব্যাপী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

শনিবার সন্ধ্যায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা। বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। ফলে অস্বস্তিকর, ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে। রেশ রয়েছে রবিবারও। সকাল থেকেই আকাশ মেঘলা। উধাও অসহনীয় গরম। রবিবারও ফের বৃষ্টিতে ভিজবে মহানগর? কী পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের? 

রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও আবার হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর-সহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টির ফলে রবিবার থেকে তাপমাত্রা কমে যাওয়ারও সম্ভাবনা। সোমবার থেকে তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃষ্টিতে ভিজবে কলকাতাও। শনিবারের তুলনায় বাড়তে পারে বৃষ্টি।  সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। উধাও হবে নাভিঃশ্বাস ফেলে দেওয়া গরম। গলদঘর্ম অবস্থা থেকে রেহাই দিয়ে তাপমাত্রাও খনিক নামতে পারে। যদিও এদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং মালদায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

POST A COMMENT
Advertisement