Durga Puja Rain Forecast: নবমীর দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতায়, সন্ধ্যায় প্যান্ডেল হপিং পণ্ড হবে?

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। তার মাঝেই নবমীর দুপুরে ঝমঝম করে বৃষ্টি নামল কলকাতার বিভিন্ন এলাকায়। উত্তর থেকে দক্ষিণে চিন্তায় ঘুম উড়েছে পুজো কমিটির উদ্যোক্তাদের। এদিকে, উৎসবের স্পিরিট অটুট। ছাতা মাথায় প্যান্ডেল হপিং চলছে সকাল থেকেই।

Advertisement
নবমীর দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতায়, সন্ধ্যায় প্যান্ডেল হপিং পণ্ড হবে?দুর্গাপুজোয় বৃষ্টি
হাইলাইটস
  • নবমীর দুপুরে ঝমঝমিয়ে নামল বৃষ্টি
  • চিন্তায় ঘুম উড়েছে পুজো কমিটির উদ্যোক্তাদের
  • ছাতা মাথায় প্যান্ডেল হপিং চলছে

বলতে না বলতেই ঝমঝমিয়ে নবমীর দুপুরে বৃষ্টি নামল কলকাতায়। নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়াতে শুরু করেছে বঙ্গোপসাগরে। আর তার জেরে যে দুর্গাপুজোর নবমী নিশি ভাসতে পারে, তা আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। মিলে গেলে সেই পূর্বাভাস। ঝোড়ো হাওয়ায় প্যান্ডেলে ক্ষতির আশঙ্কা রয়েছে। সঙ্গে ফের জল জমবে না তো? এই নিয়েও বুক ঢিপঢিপ পুজো কমিটির কর্মকর্তাদের। যদিও মানুষের আনন্দে বিন্দুমাত্র ভাটা পড়েনি। ছাতা মাথায় নবমীতে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমিয়েছেন সকলে। শেষবেলায় বৃষ্টিও দমাতে পারেনি তাদের ঠাকুর দেখার হুজুক। 

নবমীর আবহাওয়া 
নবমীর আবহাওয়া নিয়ে খুব একটা সুখবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। ষষ্ঠী, সপ্তমী মোটামোটি নির্বিঘ্নেই কেটেছিল পুজো। খটখটে শরতের রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে গলদঘর্ম হয়েও জনজোয়ার নেমেছে প্যান্ডেলে প্যান্ডেলে। অষ্টমীর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও উৎসবের স্পিরিট নষ্ট হয়নি। ছাতা মাথাতেই চলেছে প্যান্ডেল হপিং। কিন্তু বিপত্তি তৈরি হল নবমীতে। ঝমঝম করে বৃষ্টি নামল বেশ কিছু এলাকায়। 


সম্প্রতি ৩৯ বছরের রেকর্ড ভেঙে প্রবল বর্ষণের সাক্ষী হয়েছে কলকাতা। গোটা শহর কার্যত পুজোর মুখে চলে গিয়েছিল জলের নীচে। জল ঢুকেছিল একের পর এক দুর্গাপুজো মণ্ডপে। ক্ষতি হয়েছে কুমোরটুলিরও। অপেক্ষাকৃত নীচু এলাকায় কোমর কিংবা হাঁটুসমান জল দাঁড়িয়ে যায়। ফলস্বরূপ পসরা সাজিয়ে বসা অংসখ্য দোকানদার কার্যত পথে বসে গিয়েছেন। হাজার হাজার টাকার ক্ষতি হয়েছে তাদের। সব মিলিয়ে তুমুল বৃষ্টি পুজোর মুখে বড়সড় ক্ষতি করেছে শহর কলকাতা থেকে শুরু করে জেলার। তবে সেই ধাক্কা সামলে পুজোর মধ্যে ফের ঘুরে দাঁড়িয়েছিল আবহাওয়া। কিন্তু নবমীর নিম্নচাপ যেন অসুর রূপে দেখা দিল। দুর্গাপুজোর শেষ দু'টো দিন কি তবে বৃষ্টি পণ্ড করবে আনন্দ?

পূর্বাভাস 
খুব একটা স্বস্তির খবর মিলল না আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে। ইতিমধ্যেই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। সেটি বুধবার সকাল থেকেই উত্তর এবং উত্তর পশ্চিমদিকে এগোচ্ছে। নবমীর সন্ধ্যাতেই সেটি নিম্নচাপে পরিণত হবে। এখানেই শেষ নয়। উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সেটি গভীর নিম্নচাপের রূপ নেবে এবং পরবর্তীতে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র উপকূলের দিকে যাবে বৃহস্পতিবার। 

Advertisement

নিম্নচাপের প্রভাব
এই নিম্নচাপের প্রভাবে নবমীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দশমী ও একাদশীতেও ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশ। নবমীর রাতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায়। দশমী এবং একাদশীতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার কলকাতায় কার্নিভালের দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

POST A COMMENT
Advertisement