Durgapur Gangrape Case: আজ 'আবার রাত দখল' এর ডাক অভয়া মঞ্চের, এবার দুর্গাপুরের বিচার চেয়ে, কখন?

অভয়া মঞ্চের সদস্য লেখক ও সমাজকর্মী শতাব্দী দাসের কথায়, 'আমরা আরজি কর হাসাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুনে ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। কিন্তু দেখা যাচ্ছে, কিছু বদল হয়নি। ডাক্তার সহ মহিলারা সুরক্ষিত নন এই রাজ্যে। এমনকী কলেজ ক্যাম্পাসেও। প্রশাসন এখনও ঘুমোচ্ছে। মহিলা, রূপান্তরকামী ও বৃহন্নলারা যে কোনও সময়ে রাস্তায় যাতে নিাপদ থাকেন, তার জন্য আমাদের রাস্তায় নামতেই হবে। তাই আবার রাত দখল হবে।'

Advertisement
আজ 'আবার রাত দখল' এর ডাক অভয়া মঞ্চের, এবার দুর্গাপুরের বিচার চেয়ে, কখন?রাত দখলের ডাক অভয়া মঞ্চের - PTI ফাইল ছবি
হাইলাইটস
  • আজ রাত ৮টায় যাদবপুরে ৮বি বাসস্ট্যান্ডে
  • কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?
  • রাত দখলের ডাক অভয়া মঞ্চের

দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডেও আরজি কর আন্দোলনের ধাঁচে রাস্তায় নামতে প্রস্তুত হচ্ছে অভয়া মঞ্চ। যার নির্যাস, আজ অর্থাত্‍ ১৪ অক্টোবর 'আবার রাত দখল' অভিযানের ডাক দিল আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডের পর তৈরি অভয়া মঞ্চের প্রতিবাদীরা। দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজে ওড়িশার ছাত্রীর গণধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ মধ্যরাতে 'রাত দখল'এ নামছে অভয়া মঞ্চ।

আজ রাত ৮টায় যাদবপুরে ৮বি বাসস্ট্যান্ডে

মহিলা, রূপান্তরকামী ও বৃহন্নলাদের মিলিত সংগঠন অভয়া মঞ্চের দাবি, বিভিন্ন পেশা ও সমাজের সব স্তরের মহিলারা আজ রাত ৮টায় যাদবপুরে ৮বি বাসস্ট্যান্ডে জড়ো হবেন। দুর্গাপুরে ধর্ষকদের কঠোর শাস্তি ও ন্যাচ বিচারের দাবিতে এই আন্দোলন। গত ১০ অক্টোবর দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজেরে ছাত্রীকে মধ্যরাতে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই ছাত্রী এখনও দুর্গাপুরে হাসপাতালে চিকিত্‍সাধীন। ইতিমধ্যেই তাঁকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

অভয়া মঞ্চের সদস্য লেখক ও সমাজকর্মী শতাব্দী দাসের কথায়, 'আমরা আরজি কর হাসাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুনে ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। কিন্তু দেখা যাচ্ছে, কিছু বদল হয়নি। ডাক্তার সহ মহিলারা সুরক্ষিত নন এই রাজ্যে। এমনকী কলেজ ক্যাম্পাসেও। প্রশাসন এখনও ঘুমোচ্ছে। মহিলা, রূপান্তরকামী ও বৃহন্নলারা যে কোনও সময়ে রাস্তায় যাতে নিাপদ থাকেন, তার জন্য আমাদের রাস্তায় নামতেই হবে। তাই আবার রাত দখল হবে।'

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

বস্তুত, দুর্গাপুর বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মমতা বলেছেন, 'কলেজেরও একটা দায়িত্ব আছে। তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করার। বেসরকারি মেডিক্যাল কলেজগুলির উচিত পড়ুয়াদের, বিশেষত ছোট মেয়েদের রাতে বাইরে বেরোতে না দেওয়া। তাদের নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে। বিভিন্ন রাজ্যের যে সমস্ত ছেলেমেয়ে পড়তে আসেন, তাঁদেরও আমি অনুরোধ করব, রাত্রিবেলা না-বেরোতে। কারণ, পুলিশ তো জানতে পারে না, কে কখন রাতে বেরিয়ে যাচ্ছে। বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায়িত্ব আছে। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না।কেউ যদি রাত সাড়ে ১২টায় বেরিয়ে কোথাও যায়... ঘটনাটা নিন্দনীয়। আমি ঘটনাটাকে সমর্থন করছি না। যে যেখানে খুশি যেতে পারে। সেটা তার অধিকার। কিন্তু যারা হস্টেলে থাকে, তাদের একটা সিস্টেম আছে।'

Advertisement

রাত দখলের ডাক অভয়া মঞ্চের

মমতার এই মন্তব্যেই তৈরি হয় বিতর্ক। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রেশ টেনে শতাব্দীর কথায়, 'আমাদের এই জমায়েত সেই পুরুষতান্ত্রিক, নারীবিদ্বেষী মানসিকতার বিরুদ্ধেই প্রতিবাদ জানাবে, যেখানে মহিলাদের বলা হয় সূর্য ডোবার পর ঘরে থাকতে। মহিলাদের স্বাধীনতা আটকানোর বদলে পুলিশ কেন রাস্তায় নজরদারি বাড়াচ্ছে না?' 

দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ২৩ বছরের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ১০ অক্টোবর রাতে তাঁর কলেজ চত্বরের কাছেই গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী ওড়িশার বাসিন্দা। সেদিন রাতে এক বন্ধুর সঙ্গে ডিনার সেরে ফেরার পথে শিল্পনগরী দুর্গাপুরের শোভাপুর এলাকার কাছে তিনজন যুবক তাঁকে ঘিরে ধরে। অভিযোগ, অভিযুক্তরা তাঁর ফোন ছিনিয়ে নেয়, জোর করে একটি জঙ্গলের ভিতরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং পরে তাঁর ফোন ফেরত দেওয়ার জন্য টাকা দাবি করে। ঘটনার তদন্তে নেমে সোমবার আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় মোট পাঁচজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

POST A COMMENT
Advertisement