Kolkata Metro: হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোর টাইম টেবিলে বদল, কমছে ট্রেনের সংখ্যাও

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবায় কিছু বদল আনা হচ্ছে। এসপ্ল্যানেড ও শিয়ালদা স্টেশনের মধ্যে নির্মাণ কাজের জন্য শনিবার থেকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে কম মেট্রো চলবে। ১৫০টি মেট্রোর বদলে চলবে ১১৪টি মেট্রো। 

Advertisement
হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোর টাইম টেবিলে বদল, কমছে ট্রেনের সংখ্যাওফাইল চিত্র।
হাইলাইটস
  • হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবায় কিছু বদল আনা হচ্ছে।
  • হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে কম মেট্রো চলবে।
  • ১৫০টি মেট্রোর বদলে চলবে ১১৪টি মেট্রো। 

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবায় কিছু বদল আনা হচ্ছে। এসপ্ল্যানেড ও শিয়ালদা স্টেশনের মধ্যে নির্মাণ কাজের জন্য শনিবার থেকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে কম মেট্রো চলবে। ১৫০টি মেট্রোর বদলে চলবে ১১৪টি মেট্রো। 

 
মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে পূর্বমুখী সুড়ঙ্গে পরিষেবায় কোনও বদল আনা হচ্ছে না। ব্যস্ত সময়ে সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। অন্য সময়ে ২৪ মিনিট অন্তর মেট্রো চলবে। 

পশ্চিমমুখী সুড়ঙ্গে ব্যস্ত সময়ে সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হাওড়া ময়দান ও মহাকরণের মধ্যে ২০ মিনিট অন্তর মেট্রো মিলবে। অন্য সময়ে পশ্চিমমুখী সুড়ঙ্গে কোনও মেট্রো চলবে না। 
 
 পূর্বমুখী সুড়ঙ্গে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫৫ মিনিটে। এসপ্ল্যানেড থেকে এই রুটে প্রথম মেট্রো মিলবে সকাল ৭টা ১২ মিনিটে। এই রুটে হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৬ মিনিটে। এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৮ মিনিটে। 

পশ্চিমমুখী সুড়ঙ্গে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত রুটে প্রথম মেট্রো মিলবে সকাল ৯টা ৮ মিনিটে। মহাকরণ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ২০ মিনিটে। এই রুটে হাওড়া ময়দান থেকে মহাকরণ যাওয়ার জন্য শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে। মহাকারণ থেকে হাওড়া ময়দান যাওয়ার জন্য শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৮ মিনিটে। 

 রবিবার পরিষেবায় কোনও বদল আনা হচ্ছে না। 
 

POST A COMMENT
Advertisement