আরজি কর ইস্যুতে তোলপাড় চলছে। আন্দোলন ছড়িয়ে পড়েছে কলকাতা ছাড়িয়ে গোটা দেশে। আর এর মাঝেই দিল্লি গিয়েছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেখান থেকেই কন্ট্রোল রুম খুললেন তিনি।
আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে চলা প্রবল ক্ষোভের মধ্যেই মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গেও দেখা করতে পারেন বলে জানা যাচ্ছে । এছাড়াও, এই ইস্যুতে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য একটি মোবাইল কন্ট্রোলরুমও খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷
নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যপাল জানান, 03322001641 এবং 92890 10682 - এই দুটি হল মোবাইল কন্ট্রোলরুমের নম্বর ৷ কেউ যদি এই নিয়ে রাজ্যপালকে কিছু জানাতে চান, তাহলে ওই নম্বরে ফোন করতে পারেন । মোবাইল কন্ট্রোল রুম থেকে প্রথম ফোনটি আজ রাজ্যপাল করেন মৃত ডাক্তারের বাবাকে । এই ঘটনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান রাজ্যপাল৷
Governor of West Bengal Dr C V Ananda Bose has opened a Mobile Control Room with numbers : 03322001641 and 92890 10682 for the ongoing agitation in connection with the alleged rape and murder of a 2nd year PGT female Resident Doctor of R. G. Kar Medical College and Hospital… pic.twitter.com/7wNhLALmdn
— Raj Bhavan Media Cell (@BengalGovernor) August 20, 2024
প্রসঙ্গ, সোমবার সন্ধ্যা য় দিল্লি উড়ে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে ঠিক কী কারণে তাঁর এই সফর রাজভবন থেকে তা স্পষ্ট করা হয়নি। এমনকী এই সফরে তিনি যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তারও কোনও পূর্বাভাষ ছিল না। যেটুকু শোনা যাচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন তিনি। তবে মঙ্গলবার সকালে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি। তাঁর এই সফরে প্রাথমিক ভাবে রাজনৈতিক মহলের অনুমান, বাংলার বর্তমান পরিস্থিতি এবং আরজি করের ঘটনা নিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল।