
সেই বিনিদ্র রাতেরও বছর ঘুরল। ২০২৪ সালের সেই ১৪ অগাস্টের রাত। গোটা কলকাতা সহ বাংলা জেগেছিল। 'মেয়েরা রাত দখল করো' প্রতিবাদের সেই রাত। আবার আরজি কর হাসপাতালে ভাঙচুর, তাণ্ডবেরও রাত। এখনও দাবিটা একই রয়ে গিয়েছে। 'জাস্টিস' চাইছেন আরজি কর হাসপাতালের তরুণী ডাক্তারের মা-বাবা।
'রাত দখল' প্রতিবাদের সেই রাত
ঠিক একবছর আগে অভূতপূর্ব আন্দোলন দেখেছিল গোটা দুনিয়া। ১৪ অগাস্ট মধ্যরাতে রাস্তায় নেমেছিল অসংখ্য মানুষ। সবার একটাই দাবি ছিল, 'জাস্টিস ফর আরজি কর'। বিরাট মিছিল আরজি কর হাসপাতাল পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই এগোচ্ছিল মধ্যরাতে। হঠাত্ শুরু হয় তাণ্ডব। আরজি কর হাসপাতালে শুরু হয়ে যায় ভাঙচুর, মারপিট। 'রাত দখল' প্রতিবাদ বদলে যায় হিংসায়। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে চলা আন্দোলনের মধ্যেই হাসপাতালে ভাঙচুর শুরু হয়। জরুরি পরিষেবা বিভাগ সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
আরজি কর হাসপাতালে ভাঙচুর-তাণ্ডব
গভীর রাতে প্রতিবাদ হিংসাত্মক হয়ে উঠলে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে। হাসপাতালের চত্বরে ইট-পাথর ছোড়া হয়, যাতে কয়েকজন পুলিশকর্মী রক্তাক্ত হন। পুলিশের এক কর্মকর্তা জানান, কয়েক ডজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিসহ ভিড়কে হাসপাতালের ভিতরে ঢোকা থেকে আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়। কমপক্ষে দু’টি পুলিশ ভ্যান ভাঙচুর করা হয় এবং হাসপাতালের বাইরে একটি মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয়।
বিনীত গোয়েলের সেই অভিযোগ
কলকাতার তত্কালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল রাত প্রায় ২টো নাগাদ আরজি কর মেডিক্যাল কলেজে পৌঁছে সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ প্রচার’-এর অভিযোগ তোলেন। তিনি বলেন, 'এখানে যা ঘটেছে, তা একটি ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত মিডিয়া প্রচারের ফল। এই বিদ্বেষপূর্ণ মিডিয়া প্রচারের কারণে কলকাতা পুলিশ মানুষের আস্থা হারিয়েছে।' ওই তাণ্ডবের পর থেকেই সম্পূর্ণ ভেঙে পড়েছিল আরজি কর হাসপাতালের পরিষেবা। জুনিয়র ডাক্তারদের লাগাতার অনশন আন্দোলন শুরু হয়ে যায়।
আজও 'রাত দখল'-এর ডাক
আজ অর্থাত্ ২০২৫ সালের ১৪ অগাস্টও মধ্যরাতে একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। ফের মিছিল ও প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে কলকাতা ও আশপাশের এলাকা। ১৪ আগস্ট রাত ১২টার পরই এই কর্মসূচি হবে। চিকিৎসক সংগঠন ও সামাজিক সংগঠনগুলি ‘রাত দখল’ (Reclaim the Night) আন্দোলনের ডাক দিয়েছে। থাকবে মোমবাতি মিছিল ও আলোচনা সভা। ‘রাত দখল ঐক্য মঞ্চ’ জানিয়েছে, ১৪ আগস্ট রাত ৯টা থেকে ১৫ আগস্ট ভোর ৫টা পর্যন্ত দক্ষিণ কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের সামনে জমায়েত হবে।
আয়োজক শতাব্দী দাস বলেন, 'গত বছরের মতো এবারও আমরা জমায়েত করব। নারীর অধিকার ও নিরাপত্তার দাবিতে আওয়াজ তুলব। আমাদের প্রিয় সহকর্মীর ন্যায়বিচার চাইব। গান, নাটক আর সিনেমার মাধ্যমে শান্তিপূর্ণ প্রতিবাদ করব।'